What is the central theme of Ode to the West Wind?
A
Love and Marriage
B
Death, Rebirth, and the Power of Nature
C
War and Victory
D
Friendship and Loyalty
উত্তরের বিবরণ
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো মৃত্যু ও পুনর্জন্মের চক্র, এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। West Wind একদিকে ধ্বংস আনে, অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সৃষ্টি করে। Shelley এই প্রাকৃতিক সত্যকে মানুষের জীবন ও কবিতার অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 1 month ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago
Which natural element is described as “winged seeds”?
Created: 1 month ago
A
Clouds
B
Leaves
C
Seeds
D
Flowers
“Winged seeds” হলো বীজ, যেগুলো পশ্চিম বাতাস মাটির নিচে শুইয়ে রাখে। এগুলো দেখতে মৃত দেহের মতো, কিন্তু বসন্ত এলে সেগুলো নতুন জীবন পায়। এখানে বীজ জীবনচক্র ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 1 month ago
What poetic device is in “lift me as a wave, a leaf, a cloud”?
Created: 1 month ago
A
Metonymy
B
Repetition
C
Apostrophe
D
Parallelism
এই লাইনে Shelley বলেছেন—“lift me as a wave, a leaf, a cloud।” এখানে একই রকম কাঠামো বারবার ব্যবহার করা হয়েছে, যা Parallelism। এর মাধ্যমে কবির আকাঙ্ক্ষা ও হতাশা আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি চান প্রকৃতির শক্তি তাকে তুলে নিক, যেমন তা তরঙ্গ, পাতা ও মেঘকে ভাসিয়ে নিয়ে যায়।

1
Updated: 1 month ago