A
Athens
B
Rome
C
Baiae
D
Troy
উত্তরের বিবরণ
Shelley ভূমধ্যসাগরের বর্ণনায় বলেন, “Beside a pumice isle in Baiae’s bay”। Baiae ছিল প্রাচীন রোমের একটি সমৃদ্ধ নগরী, যা পরে জলে তলিয়ে যায়। Shelley এটিকে স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

0
Updated: 4 days ago
What does Shelley wish to become in Canto IV?
Created: 4 days ago
A
A flower, a tree, a star
B
A wave, a leaf, a cloud
C
A flame, a bird, a storm
D
A mountain, a stone, a river
চতুর্থ canto-তে Shelley তার ব্যক্তিগত বেদনা প্রকাশ করে বলেন, তিনি যদি তরঙ্গ, পাতা বা মেঘ হতে পারতেন তবে পশ্চিম বাতাস তাকে ভাসিয়ে নিয়ে যেত। এখানে কবির আকাঙ্ক্ষা প্রকৃতির শক্তির সঙ্গে মিশে যেতে।

1
Updated: 4 days ago
What central contrast is symbolized in the poem?
Created: 4 days ago
A
Love vs Hate
B
Death vs Rebirth
C
Man vs God
D
Silence vs Noise
পুরো কবিতাটির মূল প্রতীক হলো মৃত্যু বনাম পুনর্জন্ম। মৃত পাতা মৃত্যু বোঝায়, কিন্তু সেই মৃত পাতা বীজের সঙ্গে নতুন জীবনের প্রস্তুতিও আনে। শীত মৃত্যু বোঝায়, বসন্ত নতুন জন্ম বোঝায়। এটি প্রকৃতির চিরন্তন দ্বৈত চক্র, যা মানুষের জীবনকেও প্রতিফলিত করে।

0
Updated: 4 days ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 4 days ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।

1
Updated: 4 days ago