A
They shine brightly
B
They tremble and turn grey
C
They bloom with fragrance
D
They vanish completely
উত্তরের বিবরণ
তৃতীয় canto-তে Shelley বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা sea-blooms পশ্চিম বাতাসের শব্দে কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ধূসর হয়ে যায়। এটি প্রকৃতির গভীরতম স্তরে বাতাসের প্রভাবকে বোঝায়।

1
Updated: 4 days ago
What does Shelley compare his thoughts to?
Created: 4 days ago
A
Flowers
B
Leaves
C
Flames
D
Clouds
Shelley তার মৃত চিন্তাকে ঝরা পাতার সঙ্গে তুলনা করেছেন। তিনি চান পশ্চিম বাতাস যেন সেই চিন্তাগুলোকে ছড়িয়ে দেয়, যেমন মৃত পাতা উড়িয়ে দেয়। এই তুলনা কবির সৃজনশীলতার পুনর্জন্মের আকাঙ্ক্ষা বোঝায়।

0
Updated: 4 days ago
What metaphor does Shelley use for his suffering in life?
Created: 4 days ago
A
“I fall upon the thorns of life! I bleed!”
B
“I drown in the ocean of sorrow.”
C
“I am chained by time’s cruelty.”
D
“I am lost in stormy winds.”
Shelley জীবনের যন্ত্রণা বোঝাতে বলেছেন—“I fall upon the thorns of life! I bleed!”। এটি একটি শক্তিশালী রূপক, যেখানে জীবনকে কাঁটায় ভরা পথ হিসেবে কল্পনা করা হয়েছে। কবি দুঃখ-কষ্টে রক্তাক্ত হয়ে পড়েছেন।

1
Updated: 4 days ago
What tone best describes the poem?
Created: 4 days ago
A
Celebratory
B
Melancholic yet hopeful
C
Comic
D
Neutral
পুরো কবিতায় দুঃখ ও বিষণ্নতার ছাপ আছে—Shelley নিজেকে দুর্বল, আঘাতপ্রাপ্ত এবং হতাশ বলে তুলে ধরেছেন। কিন্তু শেষ লাইনে তিনি আশার আলো দেখান: শীতের পরেই বসন্ত আসবেই। ফলে সুরটি বিষণ্ন হলেও আশাবাদী।

0
Updated: 4 days ago