A
Apollo
B
Maenad
C
Pan
D
Orpheus
উত্তরের বিবরণ
দ্বিতীয় canto-তে ঝড়ের মেঘকে তুলনা করা হয়েছে Maenad-এর এলোমেলো চুলের সঙ্গে। Maenad ছিল Dionysus-এর পূজায় নৃত্যরত এক উন্মত্ত নারী। এই উপমা ঝড়ের মেঘের ভয়ংকর ও অশান্ত প্রকৃতিকে ফুটিয়ে তোলে।

1
Updated: 4 days ago
Who is the poet of the poem “Ozymandias”?
Created: 3 weeks ago
A
P. B. Shelley
B
William Wordsworth
C
S. T. Coleridge
D
John Keats
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelly (P.B. Shelly)। তাকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration। Shelly'র কিছু বিখ্যাত কবিতা নিম্নরূপ:
1. The Masque of Anarchy 2. The Revolt of Islam 3. Ode to the West Wind 4. Ode to a Skylark 5. Ozymandias (famous sonnet) 6. The Cloud 7. Alaster (আত্মজীবনী) 8. Queen Mab (প্রথম দীর্ঘ কবিতা) 9. When Soft Voices Die.

0
Updated: 3 weeks ago
'If winter comes, can spring be far behind?' These lines were written by-
Created: 1 month ago
A
Keats
B
Frost
C
Eliot
D
Shelley
"If Winter comes, can Spring be far behind?" — এই লাইনটি P.B. Shelley-এর লেখা Ode to the West Wind কবিতার শেষ লাইন। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং এটি লেখা হয় ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি Cascine wood-এ।
অনেকে মনে করেন, এটি Shelley তাঁর সন্তান উইলিয়ামের মৃত্যুর শোক থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতায় তিনি পশ্চিম বাতাসের (West Wind) শক্তিকে বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন এই বাতাস যেন পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।
Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি প্রেম এবং সামাজিক ন্যায়ের সন্ধানে গভীরভাবে নিবেদিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে Ozymandias, To a Skylark, ও Adonais এবং নাটকের মধ্যে আছে Prometheus Unbound ও The Cenci।

0
Updated: 1 month ago
What does “trumpet of prophecy” mean in the poem?
Created: 4 days ago
A
Song of joy
B
Message of revolution
C
Music of nature
D
Silence of death
“Trumpet of prophecy” মানে হলো ভবিষ্যদ্বাণীর তূর্য। Shelley চান পশ্চিম বাতাস তার কণ্ঠকে ব্যবহার করে মানবজাতির কাছে নতুন যুগের বার্তা পৌঁছে দিক। এটি কেবল কবিতা নয়, বরং বিপ্লবী ভাবনার প্রতীক। কবির কণ্ঠ তখন মানুষের মুক্তির ডাক হয়ে উঠবে।

0
Updated: 4 days ago