Which figure of speech is in “If Winter comes, can Spring be far behind?”
A
Oxymoron
B
Rhetorical Question
C
Simile
D
Alliteration
উত্তরের বিবরণ
শেষ লাইন “If Winter comes, can Spring be far behind?” একটি Rhetorical Question। এখানে প্রশ্ন করা হলেও উত্তর স্পষ্ট—বসন্ত শীতের পরেই আসে। এটি আশা ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 1 month ago
How is the Skylark described in relation to the sun in stanza 3?
Created: 1 month ago
A
A fading star
B
Golden lightning of the sunken sun
C
A burning flame
D
Silver light of dawn
তৃতীয় স্তবকে Shelley Skylark-কে তুলনা করেছেন অস্তগামী সূর্যের সোনালি বিদ্যুতের সঙ্গে। পাখিটি সূর্যের আলোয় ভেসে বেড়ায়, যেন তা এক জ্বলন্ত বিদ্যুৎ। এই চিত্রকল্প Skylark-এর গান ও উড্ডয়নের উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে। সূর্য অস্ত গেলেও Skylark-এর গানে নতুন দীপ্তি তৈরি হয়, যা চিরন্তন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago
What quality of the poet is chained by “a heavy weight of hours”?
Created: 1 month ago
A
His pride
B
His spirit
C
His wealth
D
His silence
Shelley বলেন সময়ের ভার তার আত্মাকে নত করেছে। আগে তার আত্মা পশ্চিম বাতাসের মতো বুনো ও দ্রুত ছিল, কিন্তু এখন তা ক্লান্ত ও আবদ্ধ। তিনি চান বাতাস তাকে আবার সেই শক্তি ফিরিয়ে দিক।

1
Updated: 1 month ago
"Ozymandias" is a -
Created: 3 weeks ago
A
Novel
B
Romantic play
C
Short story
D
Poem
Ozymandias ও Percy Bysshe Shelley
-
"Ozymandias" একটি Poem, বিশেষত Sonnet।
-
এটি প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
কবিতার কেন্দ্রীয় চরিত্র Ozymandias, যা মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর গ্রীক নাম।
-
মূল বিষয়বস্তু: ক্ষমতা অস্থায়ী – যে কোনো বড় শক্তিশালী শাসককেও সময়ের সঙ্গে তার ক্ষমতা সীমিত হয়।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
পরিচিত উপাধি: Revolutionary Poet, Lyrical Poet।
-
বিখ্যাত কবিতা:
-
Queen Mab (প্রথম প্রধান কবিতা)
-
Ode to the West Wind
-
To a Skylark
-
Ozymandias (সর্বাধিক পরিচিত Sonnet)
-
নাটকসমূহ:
-
Prometheus Unbound
-
The Cenci (1819)

0
Updated: 3 weeks ago