A
Simile
B
Oxymoron
C
Alliteration
D
Personification
উত্তরের বিবরণ
“Destroyer and Preserver” হলো একটি Oxymoron। এখানে দুটি বিপরীতার্থক ধারণা পাশাপাশি রাখা হয়েছে। পশ্চিম বাতাস একদিকে মৃত পাতাকে ধ্বংস করে, অন্যদিকে বীজকে সংরক্ষণ করে রাখে। এই দ্বৈত ভূমিকা প্রকৃতির শাশ্বত নিয়মকে তুলে ধরে—ধ্বংস ছাড়া সৃষ্টি নেই।

1
Updated: 4 days ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 4 days ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 4 days ago
What surpasses “all that ever was joyous, clear, and fresh”?
Created: 4 days ago
A
Human songs
B
Skylark’s music
C
Spring breezes
D
Love poems
Shelley ঘোষণা দেন, যত আনন্দময়, নির্মল ও সতেজ কিছুই পৃথিবীতে আছে, Skylark-এর গান তার থেকেও শ্রেষ্ঠ। এই অতিশয়োক্তি (Hyperbole) Skylark-এর গানের ঐশ্বরিক শক্তিকে তুলে ধরে।

0
Updated: 4 days ago
Which image is used for the Skylark rising higher?
Created: 4 days ago
A
A flame in darkness
B
A cloud of fire
C
A silver star
D
A golden rose
Shelley Skylark-এর উড্ডয়নকে তুলনা করেছেন “a cloud of fire” বা অগ্নিমেঘের সঙ্গে। এটি একটি Simile, যা Skylark-এর দীপ্তি ও জ্যোতির্ময় শক্তিকে বোঝায়।
পাখিটির গানে ও উড্ডয়নে আছে আগুনের মতো তেজ এবং প্রাণশক্তি। এর মাধ্যমে কবি বুঝিয়েছেন, Skylark প্রকৃতির মধ্যে এক অগ্নিস্ফুলিঙ্গ, যা অন্ধকার দূর করে আলো ছড়ায় এবং সৃষ্টিশীল শক্তিকে জাগ্রত করে।

0
Updated: 4 days ago