জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
A
সমাজ
B
পানি
C
মিছিল
D
নদী
উত্তরের বিবরণ
বিশেষ্যের প্রকারভেদ ও উদাহরণ
বিশেষ্য পদ
যে শব্দগুলো দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা বা গুণের নাম বোঝানো হয়, সেগুলোকে বিশেষ্য বলা হয়। যেমন: নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য ছয় প্রকারের হয়ে থাকে:
১. নাম-বিশেষ্য
২. জাতি-বিশেষ্য
৩. বস্তু-বিশেষ্য
৪. সমষ্টি-বিশেষ্য
৫. গুণ-বিশেষ্য
৬. ক্রিয়া-বিশেষ্য
নাম-বিশেষ্য
নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, দেশ, কাল বা সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
উদাহরণ:
-
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা
-
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা
-
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান
-
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা
জাতি-বিশেষ্য
জাতি-বিশেষ্য বা সাধারণ-বিশেষ্য হলো এমন বিশেষ্য যা কোনো নির্দিষ্ট নাম নয়, বরং প্রাণী বা অপ্রাণীর সাধারণ নাম বোঝায়।
উদাহরণ: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
-
উদাহরণ: ‘নদী’ একটি জাতি-বিশেষ্যের উদাহরণ।
বস্তু-বিশেষ্য
যে বিশেষ্য কোনো দ্রব্য বা বস্তু বোঝায় তাকে বস্তু-বিশেষ্য বলা হয়।
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
-
উদাহরণ: ‘পানি’ একটি বস্তু-বিশেষ্যের উদাহরণ।
সমষ্টি-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য এমন শব্দ যা ব্যক্তি বা প্রাণীর একটি গুচ্ছ বা দল বোঝায়।
উদাহরণ: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
-
উদাহরণ: ‘সমাজ’ ও ‘মিছিল’ সমষ্টি-বিশেষ্যের উদাহরণ।
গুণ-বিশেষ্য
গুণ বা অবস্থা বোঝানো বিশেষ্যকে গুণ-বিশেষ্য বলে।
উদাহরণ: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
ক্রিয়া-বিশেষ্য
যে বিশেষ্য কোনো কাজ বা ক্রিয়ার নাম বোঝায় তাকে ক্রিয়া-বিশেষ্য বলা হয়।
উদাহরণ: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 5 months ago
বাংলা ভাষার নিজস্ব বাগ্ধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি করেছিলেন কোন কবি?
Created: 1 month ago
A
সুকুমার রায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
দ্বিজেন্দ্রলাল রায়
D
অমিয় চক্রবর্তী
সত্যেন্দ্রনাথ দত্ত
-
জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, নিমতা গ্রাম, কলকাতা নিকটবর্তী
-
পেশা: কবি ও ছান্দসিক
-
তিনি ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি ছিলেন
-
বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি ব্যবহার করে নতুন ছন্দসৃষ্টি তাঁর প্রধান কীর্তি; এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ এবং ‘ছন্দোরাজ’ নামে পরিচিত
-
১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় তাঁর ছন্দ সম্পর্কিত প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়
-
তিনি একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর
-
মৃত্যু: ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি; মৃত্যুর পর ‘সত্যেন-প্রয়াণ’ কবিতা রচনা করেন কাজী নজরুল ইসলাম
বিখ্যাত কাব্যসমূহ:
-
সবিতা
-
সন্ধিক্ষণ
-
বেণু ও বীণা
-
কুহু ও কেকা
-
অভ্র আবীর
-
হসন্তিকা
-
বেলা শেষের গান
-
বিদায় আরতি
-
কাব্যসঞ্চয়ন
0
Updated: 1 month ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 2 months ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।
0
Updated: 2 months ago
মধ্যযুগের সাহিত্যিক শেখ ফয়জুল্লাহ কত শতকের কবি?
Created: 1 month ago
A
১৫শ শতক
B
১৬শ শতক
C
১৪শ শতক
D
১৭শ শতক
শেখ ফয়জুল্লাহ
-
সময়কাল: ১৬শ শতক, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি
-
জন্মস্থান: বিভিন্ন মতভেদ রয়েছে; পশ্চিমবঙ্গের বারাসাত, দক্ষিণ রাঢ় এবং কুমিল্লা উল্লেখযোগ্য সম্ভাব্য স্থান
-
সাহিত্যকর্ম:
-
গোরক্ষবিজয়
-
গাজীবিজয়
-
সত্যপীর
-
জয়নবের চৌতিশা
-
রাগনামা
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago