A
Summer
B
Autumn
C
Winter
D
Spring
উত্তরের বিবরণ
“Ode to the West Wind” মূলত শরৎ ঋতুকে কেন্দ্র করে লেখা। কবি পশ্চিম বাতাসকে শরতের প্রাণশক্তি বলেছেন। শরতের বাতাস মৃত পাতাকে উড়িয়ে নিয়ে যায় এবং বীজকে মাটির নিচে লুকিয়ে রাখে। পাতার পতন মৃত্যু বা ক্ষয়ের প্রতীক, আর বীজ সংরক্ষণ নতুন জন্মের প্রতীক। তাই শরৎকে Shelley একসাথে ধ্বংস ও সংরক্ষণের ঋতু হিসেবে উপস্থাপন করেছেন।

0
Updated: 4 days ago
What image does Shelley use for his words spreading among mankind?
Created: 4 days ago
A
Sparks from an unextinguished hearth
B
Drops of rain from the sky
C
Rays of light from the sun
D
Blossoms from a tree
Shelley বলেন, তার কবিতা যেন এমনভাবে ছড়িয়ে পড়ে যেমন একটি নিভে না যাওয়া আগুন থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এটি রূপকভাবে বোঝায় যে কবির কবিতা মানবজাতির মধ্যে বিপ্লবী চিন্তা জাগাবে।

0
Updated: 4 days ago
What deeper truth does Shelley believe the Skylark knows?
Created: 4 days ago
A
Secrets of the stars
B
The meaning of death
C
History of mankind
D
Mysteries of the sea
Shelley বলেন, Skylark জাগ্রত বা নিদ্রিত অবস্থায়ও মৃত্যুর সত্য সম্পর্কে মানুষ থেকে গভীর উপলব্ধি রাখে। Skylark-এর গান এত নির্মল যে মনে হয় সে মৃত্যুকেও এক গভীর সত্য হিসেবে বুঝে নিয়েছে।

0
Updated: 4 days ago
What role does the West Wind play for Shelley’s poetry?
Created: 4 days ago
A
It silences his voice
B
It inspires and spreads his words
C
It destroys his art
D
It hides his songs
West Wind কবির কবিতাকে শক্তি দেয় এবং মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়। Shelley চান তার মৃত চিন্তাগুলো বাতাস ছড়িয়ে দিক, যেন তা নতুন জন্ম আনে। West Wind এখানে কবির কণ্ঠকে ভবিষ্যদ্বাণীর তূর্য হিসেবে উপস্থাপন করে।

0
Updated: 4 days ago