Which natural element is described as “winged seeds”?
A
Clouds
B
Leaves
C
Seeds
D
Flowers
উত্তরের বিবরণ
“Winged seeds” হলো বীজ, যেগুলো পশ্চিম বাতাস মাটির নিচে শুইয়ে রাখে। এগুলো দেখতে মৃত দেহের মতো, কিন্তু বসন্ত এলে সেগুলো নতুন জীবন পায়। এখানে বীজ জীবনচক্র ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 1 month ago
Ozymandias, a sonnet about the ruins of a statue, was authored by:
Created: 2 weeks ago
A
Percy Bysshe Shelley
B
Samuel Taylor Coleridge
C
Robert Browning
D
Alfred Lord Tennyson
“Ozymandias” একটি বিখ্যাত সনেট, যেখানে ভগ্নপ্রায় এক প্রতিমার মাধ্যমে মানুষের অহংকার ও ক্ষমতার ক্ষণস্থায়িত্ব প্রকাশ পেয়েছে। কবিতায় দেখা যায়, এক ভাস্কর তার শাসকের শক্তি ও মহিমার প্রশংসা করলেও আজ সেই মহিমা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে রাজত্ব, ক্ষমতা কিংবা অহংকার চিরস্থায়ী নয়; সময় সবকিছুকে ভেঙে দেয়। কবিতাটি মানুষের অহংকার বনাম প্রাকৃতিক ও ঐতিহাসিক শক্তির এক গভীর প্রতীকী রূপক হিসেবে দাঁড়িয়েছে। এই সনেটটি রচনা করেছিলেন ইংরেজি রোমান্টিক কবি Percy Bysshe Shelley। তাই সঠিক উত্তর হলো – ক) Percy Bysshe Shelley।
বিস্তারিত আলোচনা
Ozymandias
-
এটি Percy Bysshe Shelley রচিত একটি কবিতা।
-
এটি একটি Sonnet।
-
প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে ফারাও রামসেস II-এর গ্রীক নাম।
-
কবিতার প্রধান শিক্ষা হলো, ক্ষমতা ও অহংকার ক্ষণস্থায়ী।
-
যত শক্তিশালী ও ক্ষমতাবান শাসকই হোক না কেন, তার আধিপত্য সময়ের সাথে ধ্বংস হয়ে যায়।
P. B. Shelley
-
তিনি একজন ইংরেজি রোমান্টিক কবি।
-
তাঁর রচনায় ব্যক্তিগত প্রেম, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও মানবমুক্তির প্রতি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
-
Shelley-র কবিতা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে স্বীকৃত।
Best Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 2 weeks ago
Which sense is most vividly appealed to in “living hues and odours”?
Created: 1 month ago
A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 1 month ago
What is described as “a rain of melody”?
Created: 1 month ago
A
Skylark’s presence
B
The clouds
C
The rainbow
D
The forest
Shelley বলেছেন, Skylark-এর উপস্থিতি থেকে ঝরে পড়ে “a rain of melody।” এটি একটি Metaphor, যেখানে Skylark-এর গানকে সুরের বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বৃষ্টি পৃথিবীকে ভিজিয়ে তোলে, তেমনি Skylark-এর গান মন ও পৃথিবীকে ভরিয়ে দেয়। এখানে কবি প্রকৃতির সংগীতকে পবিত্র ও জীবনদায়ী শক্তি হিসেবে তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago