What happens to the sea-blooms in the Atlantic?
A
They shine brightly
B
They tremble and turn grey
C
They bloom with fragrance
D
They vanish completely
উত্তরের বিবরণ
তৃতীয় canto-তে Shelley বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা sea-blooms পশ্চিম বাতাসের শব্দে কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ধূসর হয়ে যায়। এটি প্রকৃতির গভীরতম স্তরে বাতাসের প্রভাবকে বোঝায়।

2
Updated: 1 month ago
What metaphor does Shelley use for his suffering in life?
Created: 1 month ago
A
“I fall upon the thorns of life! I bleed!”
B
“I drown in the ocean of sorrow.”
C
“I am chained by time’s cruelty.”
D
“I am lost in stormy winds.”
Shelley জীবনের যন্ত্রণা বোঝাতে বলেছেন—“I fall upon the thorns of life! I bleed!”। এটি একটি শক্তিশালী রূপক, যেখানে জীবনকে কাঁটায় ভরা পথ হিসেবে কল্পনা করা হয়েছে। কবি দুঃখ-কষ্টে রক্তাক্ত হয়ে পড়েছেন।

1
Updated: 1 month ago
Which of the following is Not compared to the skylark’s song in the poem?
Created: 2 weeks ago
A
A poet’s song
B
A maiden’s song
C
A lover’s voice
D
A soldier’s cry
Percy Bysshe Shelley তার কবিতা "To a Skylark"-এ skylark-এর গানের সৌন্দর্য বোঝাতে একাধিক delicate similes ব্যবহার করেছেন। এখানে তিনি বিভিন্ন কিছুর সঙ্গে তুলনা করেছেন, যা কবিতার মূল ভাবকে আরও সমৃদ্ধ করেছে।
-
Poet’s song: Shelley skylark-কে তুলনা করেছেন এক কবির সঙ্গে— "Like a poet hidden / In the light of thought..."। এখানে বোঝানো হয়েছে যে, যেমন একজন কবি নিজের চিন্তায় হারিয়ে গিয়ে সৃজনশীল গান রচনা করে, skylark-এর গানও তেমনই সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক।
-
Maiden’s song: আবার একে তুলনা করা হয়েছে এক high-born maiden-এর গানের সঙ্গে— "Like a high-born maiden / In a palace-tower, / Soothing her love-laden / Soul in secret hour..."। এখানে বোঝানো হয়েছে প্রেমে আচ্ছন্ন এক কুমারীর অন্তরঙ্গ গান, যা মধুর ও আবেগপূর্ণ।
-
Love/romance-এর ধারণা: কবিতায় বলা হয়েছে, "music sweet as love", যা skylark-এর গানের মধ্যে প্রেম ও আকাঙ্ক্ষার অনুভূতি এনে দেয়। এতে বোঝা যায়, কবি গানের সঙ্গে love and longing-এর সম্পর্ক খুঁজে পেয়েছেন।
তবে Shelley কখনো skylark-এর গানকে soldier’s cry-এর সঙ্গে তুলনা করেননি। কারণ সৈন্যের আর্তনাদ বা যুদ্ধের শব্দ বোঝায় war, pain, and violence, যা সম্পূর্ণ বিপরীত skylark-এর joyful and ethereal song এবং কবির উদযাপিত “blithe Spirit”-এর।

0
Updated: 2 weeks ago
Who wrote To a Skylark?
Created: 2 months ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 2 months ago