What mythological figure is used to describe storm clouds?
A
Apollo
B
Maenad
C
Pan
D
Orpheus
উত্তরের বিবরণ
দ্বিতীয় canto-তে ঝড়ের মেঘকে তুলনা করা হয়েছে Maenad-এর এলোমেলো চুলের সঙ্গে। Maenad ছিল Dionysus-এর পূজায় নৃত্যরত এক উন্মত্ত নারী। এই উপমা ঝড়ের মেঘের ভয়ংকর ও অশান্ত প্রকৃতিকে ফুটিয়ে তোলে।

1
Updated: 1 month ago
What is meant by “dirge of the dying year”?
Created: 1 month ago
A
Spring’s song
B
The autumn wind
C
Funeral song of the year
D
Winter’s silence
Shelley পশ্চিম বাতাসকে বলেছেন “dirge of the dying year।” “Dirge” মানে শোকগীতি বা মৃতের জন্য গান। শরৎ হলো বছরের শেষ অধ্যায়, যেখানে প্রকৃতি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়। মৃত পাতার পতন, দিন ছোট হয়ে আসা, শীতের আগমন—সব মিলিয়ে এটি বছরের মৃত্যুর প্রতীক।
পশ্চিম বাতাসের গর্জন যেন শোকসংগীতের মতো শোনায়, যা সময়ের অস্থিরতা ও মৃত্যুর অবধারিত সত্যকে প্রকাশ করে। তবে এই মৃত্যু আসলে নতুন জন্মের প্রস্তুতি, তাই এতে লুকানো আছে পুনর্জন্মের সম্ভাবনা।

3
Updated: 1 month ago
Which of the following is NOT a way that the speaker describes the wind in "Ode to The West Wind"?
Created: 2 weeks ago
A
Uncontrollable
B
Wild spirit
C
Tranquil one
D
Destroyer and preserver
কবিতায় বায়ুকে একটি অবাধ ও বন্য আত্মা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবি বায়ুকে সরাসরি "Wild Spirit, which art moving everywhere" বলে উল্লেখ করেছেন।
এছাড়া তাকে “tameless, and swift, and proud” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার নিয়ন্ত্রণহীন ও স্বাধীন প্রকৃতিকে ফুটিয়ে তোলে।
-
ধ্বংসকারী ও রক্ষক: কবিতার কেন্দ্রীয় থিম হলো বায়ুর এই দ্বৈত প্রকৃতি। কবি বায়ুকে সরাসরি “Destroyer and preserver” হিসেবে উল্লেখ করেছেন। এটি ধ্বংসকারী কারণ এটি শরতের মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় এবং ঝড় তুলে আনে। এটি রক্ষক কারণ এটি বীজ ছড়িয়ে দেয়, যা বসন্তে ফোটা দেয় এবং নতুন জীবনের সূত্রপাত ঘটায়।
-
শান্তিপ্রিয় নয়: এই বর্ণনা "Ode to the West Wind"-এ বায়ুর উপস্থাপনার সঙ্গে বিপরীত। কবিতাটি বায়ুর তীব্র, শক্তিশালী এবং উন্মত্ত শক্তিকে কেন্দ্র করে লেখা। কবি এর শক্তি এবং পরিবর্তনের ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল। অন্য কবিতায় হয়তো বায়ুকে কোমল বা শান্তিপ্রিয় হিসেবে দেখানো হতে পারে, কিন্তু শেলির এই ওডে বায়ুর অপরাজেয় এবং গতিশীল শক্তিই প্রধান ফোকাস।

0
Updated: 2 weeks ago
Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
Created: 2 weeks ago
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।

0
Updated: 2 weeks ago