What figure of speech is in “Destroyer and Preserver”?
A
Simile
B
Oxymoron
C
Alliteration
D
Personification
উত্তরের বিবরণ
“Destroyer and Preserver” হলো একটি Oxymoron। এখানে দুটি বিপরীতার্থক ধারণা পাশাপাশি রাখা হয়েছে। পশ্চিম বাতাস একদিকে মৃত পাতাকে ধ্বংস করে, অন্যদিকে বীজকে সংরক্ষণ করে রাখে। এই দ্বৈত ভূমিকা প্রকৃতির শাশ্বত নিয়মকে তুলে ধরে—ধ্বংস ছাড়া সৃষ্টি নেই।

3
Updated: 1 month ago
Which natural element is described as “winged seeds”?
Created: 1 month ago
A
Clouds
B
Leaves
C
Seeds
D
Flowers
“Winged seeds” হলো বীজ, যেগুলো পশ্চিম বাতাস মাটির নিচে শুইয়ে রাখে। এগুলো দেখতে মৃত দেহের মতো, কিন্তু বসন্ত এলে সেগুলো নতুন জীবন পায়। এখানে বীজ জীবনচক্র ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 11?
Created: 1 month ago
A
A rose
B
A star
C
A river
D
A lamp
একাদশ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a rose embower’d in its own green leaves।” গোলাপের সৌন্দর্য যেমন পাতার আড়ালে লুকিয়ে থাকে, তেমনি Skylark আকাশে অদৃশ্য থেকেও তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। এটি প্রকৃতির গোপন সৌন্দর্যের প্রতীক।

1
Updated: 1 month ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!" The extract is taken from P. B. Shelley's poem—
Created: 4 weeks ago
A
The Cloud
B
To a Skylark
C
Ode to the West Wind
D
Adonais
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
এই অংশে কবি পি. বি. শেলি–এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এখানে কবি নিজের অসহায়তার চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি নিজেকে ঢেউ, পাতা বা মেঘের মতো তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
জীবনের কাঁটায় তিনি পড়ে গেছেন এবং রক্তাক্ত হয়েছেন—এই চিত্রকল্প মানবজীবনের সংগ্রাম ও বেদনার গভীরতা প্রকাশ করে।
P. B. Shelley–এর উল্লেখযোগ্য উক্তি:
-
If winter comes, can spring be far behind? (Ode to the West Wind)
-
Our sweetest songs are those that tell of saddest thoughts. (Ode to a Skylark)
-
The more we study the more we discover our ignorance.
P. B. Shelley–এর শ্রেষ্ঠ রচনা:
-
Prometheus Unbound
-
The Cenci
-
Queen Mab
-
Hymn to Intellectual Beauty
-
Adonais
-
To a Skylark
-
Ode to the West Wind
-
Mont Blanc

0
Updated: 4 weeks ago