যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
উত্তরের বিবরণ
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
গোপন চুক্তি
B
বৃহৎ ব্যাপার
C
অবিলম্বে
D
দীর্ঘস্থায়ী
বাংলা ভাষায় ‘পত্রপাঠ’ শব্দটি ব্যবহৃত হয় কোনো কাজ বা সিদ্ধান্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গে করার অর্থে।
যেমন:
-
“সে পত্রপাঠ রাজি হলো।” → সে কোনো দেরি না করে সাথে সাথে রাজি হলো।
-
“আদেশ পত্রপাঠ কার্যকর করতে হবে।” → আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে।
অন্য অপশনগুলোর সাথে এর সম্পর্ক নেই:
-
গোপন চুক্তি → এটি বোঝায় না।
-
বৃহৎ ব্যাপার → ‘পত্রপাঠ’-এর মানে নয়।
-
দীর্ঘস্থায়ী → এর বিপরীত অর্থ হয়।
তাই সঠিক উত্তর গ) অবিলম্বে।

0
Updated: 1 week ago
‘হাতে দূর্বা গজানো’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
ছন্নছাড়া
B
অলুক্ষণে
C
আলসেমির লক্ষণ
D
অতিশয় দূর্বল
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে। তালপাতার সেপাই - বাগধারার অর্থ হলো - অতিশয় দুর্বল। সঠিক উত্তর - আলসেমির লক্ষণ।

0
Updated: 1 week ago
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি–
Created: 2 weeks ago
A
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
B
দুর্বল ও ব্যক্তিহীন
C
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
D
গম্বীর অথচ কর্মপটু
বাংলা বাগধারায় “নদের চাঁদ” বলতে বোঝায় এমন একজন মানুষ, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, চাঁদের মতো আকর্ষণীয়, কিন্তু কর্মে সম্পূর্ণ অযোগ্য বা অকর্মণ্য। অর্থাৎ, বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু ভেতরে কোনো যোগ্যতা বা দক্ষতা নেই।
যেমন—“ওকে নিয়ে ভরসা করা যায় না, নদের চাঁদ ছাড়া আর কিছু নয়।”

0
Updated: 2 weeks ago