A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
উত্তরের বিবরণ
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Created: 2 months ago
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Created: 1 week ago
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 days ago
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি কোনো ঘটনার সময় উপস্থিত থাকলেও কিছু না বলে চুপচাপ থাকেন, কেবলমাত্র দর্শকের মতো থাকেন—কোনো হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখান না।
উদাহরণস্বরূপ:
ঘটনার পুরো সময়টা সে ছিল, কিন্তু কিছু বলেনি—ঠিক যেন সাক্ষী গোপাল!
সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক

0
Updated: 2 days ago