বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?
A
মমতাজউদদীন আহমদ
B
আব্দুল্লাহ আল মামুন
C
সেলিম আল দীন
D
রামেন্দু মজুমদার
উত্তরের বিবরণ
বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তক : 'সেলিম আল দীন'।
----------------------
সেলিম আল দীন
- তিনি ছিলেন বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- নাট্যকার সেলিম আল দীনের প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ ।
- ১৯৬৮ সালে কবি আহসান হাবিব সম্পাদিত ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকার সাহিত্য সাময়িকীতে আমেরিকার কালো মানুষদের নিয়ে তাঁর প্রথম বাংলা প্রবন্ধ 'নিগ্রো সাহিত্য' প্রকাশিত হয়।
- তাঁর প্রথম রেডিও নাটক 'বিপরীত তমসায়' ১৯৬৯ সালে এবং প্রথম টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় 'লিব্রিয়াম' (পরিবর্তিত নাম ঘুম নেই) প্রচারিত হয় ১৯৭০ সালে।
- ১৯৮৬ সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান এবং উক্ত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৮১-৮২ সালে নাট্যাচার্য সেলিম আল দীন নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে নিয়ে সারাদেশে গড়ে তোলেন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’।
- বাংলাদেশের বিচিত্র শ্রমজীবী, পেশাজীবী, বাঙালি ও বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজজীবন ও তাদের আবহমান কালের সংস্কৃতিকে তিনি তাঁর নাটকে মহাকাব্যিক ব্যাপ্তিদান করেছেন।
- ২০০৮ সালের ১৪ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• কাব্যগ্রন্থ:
- কবি ও তিমি।
• উপন্যাস:
- অমৃত উপাখ্যান।
• নাটক:
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- বাসন,
- তিনটি মঞ্চ নাটক: মুনতাসির, শকুন্তলা ও কিত্তনখোলা,
- কেরামতমঙ্গল,
- প্রাচ্য,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- যৈবতী কন্যার মন,
- চাকা,
- হরগজ,
- একটি মারমা রূপকথা,
- বনপাংশুল,
- স্বর্ণবোয়াল,
- পুত্র ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?
Created: 1 month ago
A
চিহ্ন বা স্মারক
B
যোগাযোগ
C
বিনিময়
D
সংযোগ
'পত্র' এর শাব্দিক অর্থ 'পাতা' এবং এর আভিধানিক অর্থ 'চিহ্ন' বা 'স্মারক' ।

0
Updated: 1 month ago
‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’।– এ মতের প্রবক্তা কে?
Created: 1 month ago
A
ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
C
ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
D
ডঃ সুকুমার সেন
" বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে" - এ মতের প্রবক্তা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
তিনি " Origin and Development of Bengali language" নিয়ে গবেষণা করেন এবং পরবর্তীতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এই মতবাদ প্রকাশ করেন।

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
Created: 1 month ago
A
বঙ্গভাষা ও সাহিত্য
B
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
C
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
D
বাংলা সাহিত্যের কথা
ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং বাংলা সাহিত্য
ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক এবং ভাষাতত্ত্ববিদ।
শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) ডিগ্রি অর্জন করেন এবং দু’বছর পর বি.এল (১৯১৪) ডিগ্রিও নেন। ১৯২৬ সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান। তিনি বহুভাষাবিদ ছিলেন এবং ১৮টি ভাষা জানতেন, যার কারণে বিভিন্ন ভাষার জ্ঞানভাণ্ডারে সহজে প্রবেশ করতে পারতেন। বাংলার ভাষা ও সাহিত্য বিষয়ে তাঁর অবদান তাঁকে “জ্ঞানতাপস” এবং “চলিষ্ণু অভিধান” হিসেবে পরিচিত করেছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি উল্লেখ করেছিলেন, “আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।”
ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষা ও সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
এছাড়া তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য ইতিহাসগ্রন্থ:
-
সুকুমার সেন: বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
-
মুহম্মদ এনামুল হক ও সৈয়দ আলী আহসান: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১৯৬৮)
-
আহমদ শরীফ: বাঙালি ও বাঙলা সাহিত্য
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago