নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
A
নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
B
অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
C
ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃশ্বসা
D
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানানগুচ্ছ: নিক্কণ, সূচগ্র, অনুর্ধব।
এর শুদ্ধরূপ: নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব।
অন্যদিকে,
• অপশন ‘খ’ এর- অনূর্বর ও ঊর্ধবগামী বানানদ্বয় অশুদ্ধ। এদের শুদ্ধরূপ হলো- অনুর্বর ও ঊর্ধ্বগামী।
• অপশন ‘গ’ এর- মাতৃশ্বসা বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হলো- মাতৃষ্বসা।
• সুতরাং বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ অপশন ‘ক’ এর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
মৌলিক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
শ্রবণ
B
পরিষ্কার
C
পাঠক
D
কালো
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন, কালো, গোলাপ, নাক, লাল, তিন।

0
Updated: 2 months ago
শব্দের ক্ষেত্রে অর্থমূলক শ্রেণীবিভাগ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 week ago
A
মৌলিক
B
রূঢ়ি
C
যােগরূঢ়
D
যৌগিক
উত্তর: ক) মৌলিক — কারণ, এটি গঠনমূলক শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত একটি উপশ্রেণি। শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবদ্ধ করা যায়, যা ভাষার গঠন ও অর্থবোধের বিশ্লেষণে সহায়ক ভূমিকা পালন করে।
শব্দের শ্রেণীবিভাগের মূল তিনটি প্রক্রিয়া হলো:
১. উৎসমূলক শ্রেণীবিভাগ
-
শব্দের উৎস বা উৎপত্তির ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়।
-
শ্রেণি: তদ্ভব, তৎসম, দেশি, বিদেশি।
২. গঠনমূলক শ্রেণীবিভাগ
-
শব্দের গঠন বা রূপান্তরের প্রক্রিয়ার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়।
-
শ্রেণি: মৌলিক (যা অপর শব্দ থেকে গঠিত নয়) এবং সাধিত (যা অন্য শব্দ থেকে গঠিত)।
৩. অর্থমূলক শ্রেণীবিভাগ
-
শব্দের অর্থ ও ব্যবহারিক অর্থবোধের ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়।
-
শ্রেণি: যৌগিক, রূঢ় বা রূঢ়ি, এবং যোগরূঢ়।

0
Updated: 1 week ago
মৌলিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আকাশ
B
শীতল
C
ঢাকাই
D
কান্না
যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়ে থাকে। যেমন - আকাশ, হাত, ফুল, বই, মুখ, গোলাপ ইত্যাদি।

0
Updated: 1 month ago