ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
A
মুনীর চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
শামসুর রাহমান
D
গাজীউল হক
উত্তরের বিবরণ
‘একুশে ফেব্রুয়ারি’ সাহিত্য সংকলন
‘একুশে ফেব্রুয়ারি’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি প্রথম সাহিত্য সংকলন। এটি কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—মোট ৬টি বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়, তাই এটিকে ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকা হিসাবেও দেখা যায়।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয়েছিল, তার স্মরণে ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে মোট ২২ জন লেখকের লেখা অন্তর্ভুক্ত ছিল।
-
আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান প্রথমবার এই সংকলনে প্রকাশিত হয়।
-
প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
Created: 3 weeks ago
A
সত্যেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
অক্ষয়কুমার দত্ত
D
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
'তত্ত্ববোধিনী' পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
সম্পাদনা:
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত (১৮৫৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন)
-
অক্ষয়কুমারের অবসরের পর সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ
-
অন্যান্য সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
-

0
Updated: 3 weeks ago
সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
Created: 2 months ago
A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
শেখ ফজলুল করিম
C
প্রমথ চৌধুরী
D
মোহাম্মদ নাসির উদ্দিন
'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যের চলতি গদ্যরীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হওয়া এটি বাংলা গদ্যরীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পত্রিকাটি সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতিকে ব্যবহার ও প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেছিলেন এবং পরবর্তীতে তা চর্চা করেন।
এছাড়াও, সাহিত্য জগতে 'সবুজপত্র গোষ্ঠী' গঠনের ক্ষেত্রেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্রিকাটি ১৯২৭ সালে বন্ধ হয়ে যায়।
-
সম্পাদক: প্রমথ চৌধুরি
-
প্রথম প্রকাশ: ১৯১৪, মাসিক 'সবুজপত্র'
-
বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশ
-
গদ্যরীতিতে প্রভাব: চলিত গদ্যরীতি প্রচলন ও প্রতিষ্ঠা
-
বিশিষ্ট অবদান: রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত গদ্যরীতি চর্চায় সহায়ক
-
সাহিত্যকেন্দ্রিক ভূমিকা: 'সবুজপত্র গোষ্ঠী' গঠনে সহায়ক
-
সমাপ্তি: ১৯২৭ সালে বন্ধ

0
Updated: 1 month ago