A
২
B
৪
C
১৫
D
১২
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)
সমাধান:
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩,...
এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।
বিজোড় স্থানীয় ধারা,
৩, ৯, ২৭, ৮১, ২৪৩
জোড় স্থানীয় ধারা,
১০, ৮, ৬, ৪, (?)
এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ কম
∴ (?) চিহ্নিত স্থানে হবে ৪ - ২ = ২

0
Updated: 5 days ago
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
Created: 2 days ago
A
পিছনে
B
সামনে
C
ডান পার্শ্বে
D
বাম পার্শ্বে
কোনো নৌকাকে দ্রুত এগিয়ে নিতে হলে বৈঠা পেছনের দিকে ব্যবহার করতে হয়। মাঝি যখন বৈঠা দিয়ে পানিকে পিছনের দিকে ঠেলে দেয়, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে (Action–Reaction Law) পানি বৈঠার ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে।
এই প্রতিক্রিয়া বলের সামনের দিকের উপাংশই নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। একইভাবে, মাঝি লগি দিয়ে ভূমিকে ঠেলে দিলে ভূমি সমান ও বিপরীত বল দেয়, যা নৌকাকে সামনের দিকে চালিত করে।
উৎস: নিউটনের গতি সূত্র (তৃতীয় সূত্র), পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর।

0
Updated: 2 days ago
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
Created: 1 week ago
A
৭
B
৮
C
৯
D
১০
প্রশ্ন: ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
সমাধান:
আজ ২৩ তারিখ হলে ১ দিন আগে ছিল ২৩ - ১ = ২২ তারিখ
২ দিন আগে ছিল ২৩ - ২ = ২১ তারিখ
একইভাবে, ১৭ দিন আগে ছিল ২৩ - ১৭ = ৬ তারিখ
তাহলে, ৬ তারিখ বলেছিল আগামীকাল তার জন্মদিন।
অর্থাৎ, ৬ + ১ = ৭ তারিখ তার জন্মদিন।

0
Updated: 1 week ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
৪
B
৭
C
২
D
৯
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে
(৬৪ ÷ 8) - (৪৯ ÷ ৭) = ৮ - ৭ = ১
২য় চিত্রে
(৫৬ ÷ ৭) - (৩৬ ÷ ৬) = ৮ - ৬ = ২
৩য় চিত্রে
(৩৬ ÷ ৬) - (২৫ ÷ ৫) = ৬ - ৫ = ১

0
Updated: 1 week ago