একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
A
স্বাধীনতা
B
ক্ষমতা
C
কর্মদক্ষতা
D
জনকল্যাণ
উত্তরের বিবরণ
জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ: জনকল্যাণ
জনপ্রশাসনের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সাফল্য ও স্থায়িত্ব প্রধানত জনমতের উপর নির্ভরশীল। কারণ:
-
আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সরকার জনমতের ওপর ভিত্তি করে গঠিত হয়।
-
সরকার ও শাসক জনমতকে উপেক্ষা করলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।
-
সদা সচেতন জনমত স্বেচ্ছাচার রোধ করে এবং গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য বজায় রাখে।
জনমতের প্রভাব সরকারের কাজকর্মে:
-
জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা রাখে।
-
জনকল্যাণমূলক নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নে সরকার জনমতের দিকে লক্ষ্য রাখে।
-
জনমতের চাপের ফলে সরকার প্রগতিশীল ও যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়।
-
জনমত সরকারের প্রতি ইতিবাচক থাকলে সরকার দক্ষতার সঙ্গে দ্রুত নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করতে পারে।
-
গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়ন ও পরিবর্তনেও জনমতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎস: মোঃ মোজাম্মেল হক, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
“সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল” - এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
Created: 1 month ago
A
জাতিসংঘ
B
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
C
বিশ্বব্যাংক
D
এশিয় উন্নয়ন ব্যাংক
বিশ্বব্যাংক এবং সুশাসনের ধারণা মূলত বিশ্বব্যাংক কর্তৃক প্রবর্তিত। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় প্রথমবার ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহার করা হয়। একটি রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, তবে সেই রাষ্ট্রে টেকসই উন্নয়ন সম্ভব হয়।
১৯৯৪ সালে বিশ্বব্যাংক সংজ্ঞায় উল্লেখ করে, ‘সার্বিক উন্নয়নের জন্য একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।’ পরে, ২০০০ সালে বিশ্বব্যাংক ঘোষণা করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি মূল স্তম্ভের ওপর নির্ভরশীল।
-
দায়িত্বশীলতা
-
স্বচ্ছতা
-
আইনি কাঠামো
-
অংশগ্রহণ

0
Updated: 1 month ago
মূল্যবোধ কাকে বলা হয়?
Created: 1 month ago
A
অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম
B
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
C
কেবল রাষ্ট্রীয় আইন
D
ব্যক্তিগত সম্পত্তি
আধুনিক মূল্যবোধ
সংজ্ঞা ও বৈশিষ্ট্য:
-
সমাজ ক্রমশ পরিবর্তনশীল, তাই মূল্যবোধও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়।
-
অতীতের অনেক মূল্যবোধ আজ অর্থহীন হয়ে গেছে। উদাহরণস্বরূপ, বাল্যবিবাহের প্রচলন অতীতে ছিল, কিন্তু বর্তমানে তা অগ্রহণযোগ্য।
-
রাষ্ট্র আইন প্রণয়ন করে বাল্যবিবাহ বন্ধ করেছে।
উদাহরণ:
-
অতীতে হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ, সহমরণ, বিধবা বিবাহ নিষিদ্ধ প্রথা আজ নেই।
-
বর্তমান আধুনিক মূল্যবোধের মধ্যে অন্তর্ভুক্ত:
-
বিধবা বিবাহ প্রথা চালু
-
নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের সমান সুযোগ
-
বাল্যবিবাহ বন্ধ
-
সতীদাহ প্রথা বন্ধ
-
বিশেষ মন্তব্য:
-
মূল্যবোধ নৈর্ব্যক্তিক।
-
বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে থাকবে না, নতুন মূল্যবোধের উদ্ভব হবে।

0
Updated: 1 month ago
লর্ড ব্রাইস-এর মতে, একজন সুনাগরিকের মধ্যে কোন গুণ থাকা আবশ্যক?
Created: 1 week ago
A
বুদ্ধি
B
বিবেক
C
আত্মসংযম
D
উল্লিখিত সব
সুনাগরিক
সংজ্ঞা:
-
“সু” অর্থ হলো ভালো বা আদর্শ। সুতরাং সুনাগরিক বলতে বোঝায় এমন একজন নাগরিক যিনি আদর্শ নাগরিকের বৈশিষ্ট্য ধারণ করেন।
-
যেকোনো রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধির জন্য সুনাগরিক অপরিহার্য। তবে সুনাগরিক গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্বও।
-
শুধুমাত্র নাগরিক হওয়া যথেষ্ট নয়; রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে একজন ব্যক্তি সুনাগরিক হিসেবে পরিচিতি পান।
গুণাবলী (লর্ড ব্রাইস অনুসারে):
সুনাগরিক হওয়ার জন্য তিনটি মূল গুণ থাকা জরুরি: বুদ্ধি, আত্মসংযম, এবং বিবেক।
১. বুদ্ধি
-
ভালো চিন্তা-ভাবনা এবং যুক্তির দক্ষতা থাকা।
-
সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিবেচনা করা।
২. আত্মসংযম
-
ব্যক্তিগত আবেগ বা তাড়না নিয়ন্ত্রণ করার ক্ষমতা।
-
সমাজে স্থিতিশীলতা, শান্তি ও সমন্বয় বজায় রাখতে সাহায্য করে।
৩. বিবেক
-
নৈতিক মূল্যবোধ ও সঠিক-ভুলের বিচার করার ক্ষমতা।
-
সমাজের কল্যাণে কাজ করতে এবং অন্যদের ক্ষতি না করতে সাহায্য করে।

0
Updated: 1 week ago