বর্ণ হচ্ছে-
A
শব্দের ক্ষুদ্রতম অংশ
B
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
C
ধ্বনি নির্দেশক প্রতীক
D
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
উত্তরের বিবরণ
ধ্বনি ও বর্ণ:
ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখতে সাহায্য করে। ভাষার সকল বর্ণকে মিলিয়ে বর্ণমালা গঠন হয়।
বাংলা বর্ণমালা:
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে। যার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
মাত্রাহীন বর্ণ:
বাংলা বর্ণমালায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে। এর মধ্যে ৪টি স্বরবর্ণ (এ, ঐ, ও, ঔ) এবং ৬টি ব্যঞ্জনবর্ণ (ঙ্, ঞ্, ৎ, ং, ঃ, ঁ)।
অর্ধমাত্রা বর্ণ:
অর্ধমাত্রার বর্ণ ৮টি। যেগুলোর মধ্যে ১টি স্বরবর্ণ (ঋ) এবং ৭টি ব্যঞ্জনবর্ণ (খ, গ, ণ, থ, ধ, প, শ) রয়েছে।
পূর্ণমাত্রা বর্ণ:
পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, যার মধ্যে ৬টি স্বরবর্ণ এবং ২৬টি ব্যঞ্জনবর্ণ।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 5 months ago
স্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?
Created: 3 weeks ago
A
ঙ্ক
B
জ্ঞ
C
গ্ধ
D
ষ্ফ
যুক্তবর্ণ হলো একাধিক বর্ণ একত্রিত হয়ে গঠিত ধ্বনি।
• স্বচ্ছ যুক্তবর্ণ:
-
উদাহরণ: ষ্ফ (ষ্ + ফ)
-
সহজে দেখা মাত্রই বর্ণগুলোকে চেনা যায়।
• অস্বচ্ছ যুক্তবর্ণ:
-
উদাহরণ:
-
ঙ্ক = ঙ্ + ক
-
জ্ঞ = জ্ + ঞ
-
গ্ধ = গ্ + ধ
-
-
সহজে বর্ণগুলো চেনা যায় না।
উল্লেখ্য, যুক্তবর্ণের ধরন নির্ধারণ করা হয় এটি কতটা সহজে বা কঠিনভাবে স্বতন্ত্র বর্ণগুলো থেকে চেনা যায় তার ওপর।
0
Updated: 3 weeks ago
'ফলা' বর্ণ নয় কোনটি?
Created: 1 month ago
A
জ-ফলা
B
ন-ফলা
C
ব-ফলা
D
ল-ফলা
বাংলা ভাষায় অনুবর্ণ হলো ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ। এর মধ্যে মূলত ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ অন্তর্ভুক্ত থাকে। এদের বৈশিষ্ট্য ও ব্যবহার নিচে দেওয়া হলো।
-
ফলা: ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে বা ডান পাশে ঝুলে থাকে। এদেরকে ফলা বলা হয়। বাংলা বর্ণমালায় মোট ৬টি ফলা রয়েছে— ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র-ফলা ও ল-ফলা। এগুলো পূর্ণাঙ্গ বর্ণ নয়, বরং সংক্ষিপ্ত রূপ। যেমন, জ-ফলা আসলে একটি বর্ণ নয়, বরং অনুবর্ণের অন্তর্ভুক্ত।
-
রেফ: র-এর একটি অনুবর্ণ হলো রেফ। সাধারণত র কোনো ব্যঞ্জনের আগে যুক্ত হলে রেফ আকারে ব্যবহৃত হয়।
-
বর্ণসংক্ষেপ: যুক্তবর্ণ লিখতে অনেক সময় কোনো বর্ণকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয়। এটিকে বর্ণসংক্ষেপ বলা হয়। যেমন— ৎ বর্ণটি মূলত ত-এর সংক্ষিপ্ত রূপ, তবে বাংলা বর্ণমালায় এটি স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় নিলীন বর্ণ আছে কয়টি?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
‘অ’ নিলীন বর্ণ
-
সংজ্ঞা: ‘অ’ বর্ণ অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায় না।
-
কারণ: ‘অ’-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাই এটি নিলীন বর্ণ।
-
বৈশিষ্ট্য:
-
একমাত্র নিলীন বর্ণ হলো ‘অ’।
-
অন্য সব স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ আছে, তাই অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায়।
-
উদাহরণ:
-
কর = কর্ + অ → ‘অ’ দেখা যায় না
-
করা = কর্ + আ → ‘আ’ দেখা যায়
মন্তব্য: ‘অ’ অন্য বর্ণের সঙ্গে লুকিয়ে থাকতে পারে বা নিঃশেষে লীন হয়ে থাকে।
0
Updated: 1 month ago