A
H
B
S
C
F
D
J
উত্তরের বিবরণ
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
সমাধান:
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরটি R
সুতরাং R এর বামদিকে ১০ম অক্ষরটি H

0
Updated: 5 days ago
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
Created: 2 days ago
A
পিছনে
B
সামনে
C
ডান পার্শ্বে
D
বাম পার্শ্বে
কোনো নৌকাকে দ্রুত এগিয়ে নিতে হলে বৈঠা পেছনের দিকে ব্যবহার করতে হয়। মাঝি যখন বৈঠা দিয়ে পানিকে পিছনের দিকে ঠেলে দেয়, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে (Action–Reaction Law) পানি বৈঠার ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে।
এই প্রতিক্রিয়া বলের সামনের দিকের উপাংশই নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। একইভাবে, মাঝি লগি দিয়ে ভূমিকে ঠেলে দিলে ভূমি সমান ও বিপরীত বল দেয়, যা নৌকাকে সামনের দিকে চালিত করে।
উৎস: নিউটনের গতি সূত্র (তৃতীয় সূত্র), পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর।

0
Updated: 2 days ago
কোনটি ’প্রদত্ত চিত্র’ এর আয়নার প্রতিফলন?
Created: 5 days ago
A
ক
B
খ
C
গ
D
ঘ
কোনটি ’প্রদত্ত চিত্র’ এর আয়নার প্রতিফলন?

সমাধান:
প্রদত্ত চিত্র’ এর আয়নার প্রতিফলন অপশন (খ)


0
Updated: 5 days ago
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
Created: 2 days ago
A
টেনে নেয়া ব্যক্তির
B
ঠেলে নেয়া ব্যক্তির
C
দু'জনের সমান কষ্ট হবে
D
কোনোটিই নয়
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে। এবং ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি।

0
Updated: 2 days ago