A
১৮
B
১৯
C
২০
D
২১
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯

0
Updated: 5 days ago
Telephone : Cable : : Radio:?
Created: 2 days ago
A
Microphone
B
Wireless
C
Electricity
D
Wire
প্রশ্ন: Telephone : Cable : : Radio :?
সমাধান:
Telephone সাধারণত তারযুক্ত (Cable) প্রযুক্তি ছিল।
Radio হলো তারবিহীন (Wireless) প্রযুক্তি।

0
Updated: 2 days ago
প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)
Created: 5 days ago
A
২
B
৪
C
১৫
D
১২
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)
সমাধান:
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩,...
এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।
বিজোড় স্থানীয় ধারা,
৩, ৯, ২৭, ৮১, ২৪৩
জোড় স্থানীয় ধারা,
১০, ৮, ৬, ৪, (?)
এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ কম
∴ (?) চিহ্নিত স্থানে হবে ৪ - ২ = ২

0
Updated: 5 days ago

Created: 1 week ago
A
T, X
B
X, T
C
S, T (ভুল উত্তর)
D
T, B
:
সমাধান:
প্রশ্নটি হয় অসম্পূর্ণ অথবা ভুল থাকায় কোনো সঠিক উত্তর নেয়া সম্ভব হয়নি।

0
Updated: 1 week ago