২ এর কত শতাংশ ৮ হবে?
A
২০০
B
৪০০
C
৩৪৫
D
৩০০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২ এর কত শতাংশ ৮ হবে?
সমাধান:
ধরি,
২ এর ক শতাংশ হবে ৮
প্রশ্নমতে,
∴ ২ এর ক/১০০ = ৮
বা, ২ক = ৮ × ১০০
∴ ক = ৪০০

0
Updated: 1 month ago
যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
Created: 1 month ago
A
TERE
B
TEER
C
TREE
D
FREE
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ৩য় বর্ণ- X
অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।

0
Updated: 1 month ago
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
Created: 1 month ago
A
বুধবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬
∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার

0
Updated: 1 month ago
কোনটি ’প্রদত্ত চিত্র’ এর আয়নার প্রতিফলন?
Created: 1 month ago
A
ক
B
খ
C
গ
D
ঘ
কোনটি ’প্রদত্ত চিত্র’ এর আয়নার প্রতিফলন?

সমাধান:
প্রদত্ত চিত্র’ এর আয়নার প্রতিফলন অপশন (খ)


0
Updated: 1 month ago