কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
A
আট কপালে
B
উড়নচণ্ডী
C
ছা-পোষা
D
ভূশণ্ডির কাক
উত্তরের বিবরণ
• ‘আটকপালে’ বাগ্ধারাটির অর্থ হলো হতভাগ্য ব্যক্তি।
অন্যদিকে,
• ‘উড়নচণ্ডী’ শব্দের অর্থ — অমিতব্যয়ী বা খরুচে ব্যক্তি।
• ‘ছা-পোষা’ অর্থ — অত্যন্ত গরিব বা সাদামাটা জীবনযাপনকারী।
• ‘ভূষণ্ডির কাক’ অর্থ — দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি।
উৎস:
– ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
– বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago
'ধরি মাছ না ছুঁই পানি' প্রবাদের অর্থ কী?
Created: 2 days ago
A
বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
B
নিজেকে সংশ্লিষ্ট না করা
C
নির্বুদ্ধিতা- চালাকি ধরা পড়া
D
দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না
বাংলা ভাষায় প্রচলিত প্রবচনগুলো সাধারণত বুদ্ধি, অভিজ্ঞতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রকাশ করে। এগুলোর মাধ্যমে সমাজের নানা বাস্তবতাকে সংক্ষেপে বোঝানো হয়। নিচে কিছু প্রবচনের অর্থ দেওয়া হলো—
ধরি মাছ না ছুঁই পানি অর্থ বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি করা।
কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো অর্থ কোনো বিষয়ে নিজেকে সম্পূর্ণ অসংশ্লিষ্ট রাখা।
ঠাকুর ঘরে কে? না, আমি কলা খাইনি অর্থ নির্বুদ্ধিতা বা চালাকি ধরা পড়ে যাওয়া।
ভাঙবে তো মচকাবে না অর্থ দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়কে তোয়াক্কা করে না।
উৎস:

0
Updated: 2 days ago
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
Created: 4 months ago
A
যত গর্জে তত বৃষ্টি হয় না
B
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
C
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
D
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
• বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক প্রবচন হচ্ছে: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- প্রবচনাটির অর্থ: অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
অশুদ্ধ প্রবচন গুলোর শুদ্ধরূপ হলো:
• ‘যত গর্জে তত বর্ষে না’ প্রবচনের অর্থ - সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।
• ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ প্রবচনের অর্থ - নিজের ত্রুটি অন্যের উপর চাপানো।
• ‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়’ প্রবচনের অর্থ - যেখানে অসুবিধে সেখানেই বিপদ ঘটে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
'উড়ো খই গোবিন্দায় নমঃ' প্রবাদ প্রবচনের অর্থ কী?
Created: 2 weeks ago
A
নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত
B
বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
C
অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ
D
ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব
প্রবাদ ও প্রবচনের অর্থ
-
‘উড়ো খই গোবিন্দায় নমঃ’
-
অর্থ: নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত।
-
-
ইচ্ছা থাকলে উপায় হয়
-
অর্থ: ইচ্ছাশক্তির মাধ্যমে কঠিন কাজও সম্ভব।
-
-
উন বর্ষা দুনো শীত
-
অর্থ: অল্প বর্ষায় বেশি শীত / অল্প কাজে অধিক লাভ।
-
-
এক মাঘে শীত যায় না
-
অর্থ: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
-
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago