আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
A
৫ ফুট
B
৪ ফুট
C
৩ ফুট
D
২ ফুট
উত্তরের বিবরণ
আপনি আয়নার সামনে ২ ফুট দূরে দাঁড়ালেন। সমতল আয়নার জন্য নিয়ম হলো:
যে দূরত্বে কোনো বস্তু আয়নার সামনে থাকে, তার প্রতিবিম্ব ঠিক ততদূরে আয়নার পিছনে গঠিত হয়।
অর্থাৎ, যদি আয়নার সামনে বস্তু থাকে দূরে, তবে আয়নার পেছনে তার প্রতিবিম্বও দূরে হবে।
-
এখানে, বস্তু বা আপনি আয়নার সামনে ২ ফুট দূরে আছেন।
-
তাই আয়নার পেছনে প্রতিবিম্বও ২ ফুট দূরে গঠিত হবে।
মোট দূরত্ব যা আমরা দেখতে পাই (বস্তু থেকে তার প্রতিবিম্ব পর্যন্ত):
তবে, যদি প্রশ্নে শুধুমাত্র আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব জানতে চাওয়া হয়, তাহলে সরাসরি উত্তর হবে ২ ফুট।
উৎস: Serway, Jewett, Physics for Scientists and Engineers, 10th Edition, Section on Plane Mirrors.

0
Updated: 1 month ago
ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
Created: 1 month ago
A
ফারেনহাইট
B
তাপমাত্রা
C
চিকিৎসা
D
পারদ
প্রশ্ন: ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
সমাধান:
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
Created: 1 month ago
A
ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
B
বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
C
পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
D
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
-ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।

0
Updated: 1 month ago
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
Created: 1 month ago
A
১
B
১০
C
২৯
D
৪৮
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬
এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 1 month ago