A
৯৬১
B
৮৬১
C
৭৬১
D
৬৬১
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?
সমাধান:
১ম পদ a = ১,
সাধারণ অন্তর d= ৯ - ৫ = ৪
∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ১ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ =.৮০
বা, n - ১ = ২০
∴ n = ২১
∴ সমষ্টি (s) = (n/2){2a + (n - 1)d}
= (২১/২){২ × ১ + (২১ - ১)৪}
= (২১/২)(২ + ৮০)
= (২১/২)× ৮২
= ৮৬১

0
Updated: 5 days ago
১২ এর কত শতাংশ ১৮ হবে?
Created: 1 week ago
A
১১০
B
১৫০
C
১২৫
D
১৬০
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?
সমাধান:
ধরি
১২ এর ক শতাংশ ১৮ হবে
১২ এর ক% = ১৮
বা, ১২ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/১২
∴ ক = ১৫০

0
Updated: 1 week ago
২ এর কত শতাংশ ৮ হবে?
Created: 5 days ago
A
২০০
B
৪০০
C
৩৪৫
D
৩০০
প্রশ্ন: ২ এর কত শতাংশ ৮ হবে?
সমাধান:
ধরি,
২ এর ক শতাংশ হবে ৮
প্রশ্নমতে,
∴ ২ এর ক/১০০ = ৮
বা, ২ক = ৮ × ১০০
∴ ক = ৪০০

0
Updated: 5 days ago
যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
Created: 5 days ago
A
১৮
B
১৯
C
২০
D
২১
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯

0
Updated: 5 days ago