আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
A
OPT
B
NOON
C
SOS
D
OTTO
উত্তরের বিবরণ
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
সমাধান:
• আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
• ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
• i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।


0
Updated: 1 month ago
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
Created: 1 month ago
A
২০ দিনে
B
২৫ দিনে
C
২৪ দিনে
D
৩০ দিনে
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ,
আবার,
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ কাজ
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) অংশ
= (৩- ২)/২৪ অংশ
= ১/২৪ অংশ
এখন,
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে
২য় ব্যক্তি ১ অংশ (সম্পুর্ন) কাজ করে = ১ × (২৪/১) দিনে
= ২৪ দিনে।

0
Updated: 1 month ago
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
Created: 1 month ago
A
H
B
S
C
F
D
J
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
সমাধান:
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরটি R
সুতরাং R এর বামদিকে ১০ম অক্ষরটি H

0
Updated: 1 month ago
স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
Created: 1 month ago
A
একই দিকে
B
উল্টো দিকে
C
উলম্ব রেখায়
D
সমান্তরালে
প্রশ্ন: স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
সমাধান:
স্ক্রু লাগাতে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয় আর খুলতে হলে বিপরীতে।
আমরা এখানে স্ক্রু লাগানোর দিকটিকেই বিবেচনায় নিব।

0
Updated: 1 month ago