ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
A
৪ কেজি
B
৬ কেজি
C
৮ কেজি
D
১০ কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = ৩ মি.
বামদিকের বস্তুর ওজন w1= ? কেজি
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ৪ মি.
ডানদিকের বস্তুর ওজন w2=৬ কেজি
এখন,
d1 × w1 = d2 × w2
বা, ৩ × w1 = ৪ × ৬
বা, w1 = (৪ × ৬)/৩
বা, w1 = ২৪/৩
∴ w1 = ৮

0
Updated: 1 month ago
দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
Created: 1 month ago
A
৪
B
২
C
৮
D
ছেদ করে না
দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

0
Updated: 1 month ago
সঠিক উত্তর কোনটি? ___ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
Created: 1 month ago
A
টীকাদান কর্মসূচি
B
সচেতনতা
C
পুষ্টিকর খাদ্য
D
অর্থ
প্রশ্ন: _____ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
সমাধান:
টীকাদান কর্মসূচি, ডাক্তার ও চিকিৎসা যতই থাক না কেন ‘সচেতনতা’ ছাড়া রোগ প্রতিরোধ অসম্ভব।

0
Updated: 1 month ago
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
Created: 1 month ago
A
বুধবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬
∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার

0
Updated: 1 month ago