৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
A
৬
B
৭
C
২৮
D
২৯
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
সমাধান:
এখানে দুইটি ধারা আছে।
বিজোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ১ম ধারা: ৩, ৪, ৫, ৬
জোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ২য় ধারা: ৭, ১৪, ২১
∴ ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪নং পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮

0
Updated: 1 month ago
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
Created: 1 month ago
A
আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
B
গড্ডালিকা, চিন্ময়, কল্যাণ
C
গৃহন্ত, গণনা, ইদানিং
D
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
সমাধান:
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।

0
Updated: 1 month ago
৫-এর কত শতাংশ ৭ হবে-
Created: 1 month ago
A
৪০
B
১২৫
C
৯০
D
১৪০
প্রশ্ন: ৫-এর কত শতাংশ ৭ হবে-
সমধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।
প্রশ্নানুসারে,
৫ক/১০০ = ৭
⇒ ক = (৭ × ১০০)/৫
∴ ক = ১৪০

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? ২, √৯, ৪, √২৫, ?
Created: 1 month ago
A
৬
B
৮
C
৩
D
৫
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, √৯, ৪, √২৫, ?
সমাধান:
২ → ২
√৯ → ৩
৪ → ৪
√২৫ → ৫
৬ → ৬
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।

0
Updated: 1 month ago