যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
A
১৮
B
১৯
C
২০
D
২১
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯

0
Updated: 1 month ago
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
Created: 1 month ago
A
OPT
B
NOON
C
SOS
D
OTTO
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
সমাধান:
• আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
• ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
• i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।


0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
Created: 1 month ago
A
চাঁদ
B
প্লুটো
C
মঙ্গল
D
পৃথিবী
প্রশ্নে চারটি নাম দেওয়া হয়েছে যার মধ্যে একটি ভিন্ন ধরনের। প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটি গ্রহ (Planet), কিন্তু তাদের মধ্যে প্লুটো বামন গ্রহ (Dwarf Planet)। ২০০৬ সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বর্তমানে এটি বামন গ্রহ হিসেবে স্বীকৃত। প্লুটো ছাড়াও সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি এবং সিরেস নামের কয়েকটি বামন গ্রহ আছে। অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ (Satellite)। তাই, এই চারটির মধ্যে ভিন্ন ধরনের হলো চাঁদ।
তথ্যগুলো সংক্ষেপে:
-
প্লুটো: বামন গ্রহ (Dwarf Planet), ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারায়
-
মঙ্গল ও পৃথিবী: পূর্ণাঙ্গ গ্রহ (Planet)
-
চাঁদ: উপগ্রহ (Satellite)
-
সৌরজগতে প্লুটো ছাড়াও বামন গ্রহ হিসেবে আছে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস
-
সঠিক উত্তর: চাঁদ

0
Updated: 1 month ago
যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
Created: 1 month ago
A
TERE
B
TEER
C
TREE
D
FREE
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ৩য় বর্ণ- X
অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।

0
Updated: 1 month ago