A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
উত্তরের বিবরণ
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
'ব্যাঙের সর্দি' - অর্থ কি?
Created: 4 weeks ago
A
রোগ বিশেষ
B
সম্ভাব্য ঘটনা
C
অসম্ভব ঘটনা
D
প্রতারণা
‘ব্যাঙের সর্দি’ একটি মজার এবং তাৎপর্যপূর্ণ বাগ্ধারা, যার মাধ্যমে বোঝানো হয় একটি অসম্ভব বা অকল্পনীয় ঘটনা। বাংলা ভাষায় এমন অনেক বাগ্ধারা রয়েছে যেগুলো দৈনন্দিন কথাবার্তায় গভীর অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন, ‘ব্যাঙের আধুলি’ বলতে বোঝানো হয় খুব সামান্য অর্থ বা অমূল্য কিছু। আবার, ‘ঝিঙেফুল ফোটা’ বাগ্ধারাটি দিয়ে বোঝানো হয় কারও জীবনের শেষ সময় বা আয়ু ফুরিয়ে আসা। এটি সাধারণত বৃদ্ধ বা দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির অবস্থাকে ইঙ্গিত করে ব্যবহৃত হয়।
‘কালে ভদ্রে’ বাগ্ধারাটি বোঝায় খুবই কদাচিৎ কোনো কিছু হওয়া, অর্থাৎ যা প্রায় হয় না বললেই চলে। অন্যদিকে, ‘কেউ কেটা’ শব্দটি দিয়ে বোঝানো হয় খুব অল্প বা সামান্য কিছু — তা ব্যক্তি, বিষয় বা পরিমাণ যাই হোক না কেন।
অন্য একটি প্রচলিত বাগ্ধারা ‘গয়ংগচ্ছ’, যার অর্থ হলো ধীর গতি বা ঢিলেমি — কোনো কাজকে গুরুত্বহীনভাবে ধীরগতিতে করা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়।
এই বাগ্ধারাগুলি বাংলা ভাষার রস ও রঙকে আরো গভীর ও প্রাণবন্ত করে তোলে। ভাষার এইসব অলঙ্কারমূলক উপাদান শুধু অর্থবহ নয়, বরং সংজ্ঞা ও অনুভবের দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে।
(তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর)

0
Updated: 4 weeks ago
কাক ভূষণ্ডির অর্থ কি?
Created: 4 weeks ago
A
ষড়যন্ত্রকারী
B
বাকসর্বস্ব
C
দীর্ঘ প্রতীক্ষমাণ
D
দীর্ঘায়ু ব্যক্তি
অর্থ এবং ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
-
কাক-ভূষণ্ডি: যার অর্থ হয় দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি।
-
কেউকেটা: এই বাগধারাটি ব্যবহৃত হয় তুচ্ছ বা গুরুত্বহীন কাউকে বোঝাতে।
-
ভূষণ্ডির কাক: বোঝায় এমন একজন বিচক্ষণ, প্রখর বুদ্ধির অধিকারী ব্যক্তি।
-
কাঁচা পয়সা: নগদ বা হাতে হাতে উপার্জিত অর্থকে বোঝায় এই বাগধারাটি।
-
কেতাদুরস্ত: পরিচ্ছন্ন, পরিপাটি এবং সুশৃঙ্খল থাকার বাগধারা।
-
কাঠের পুতুল: কোনো জীবন্ততা বা প্রাণবন্ততা বঞ্চিত, নির্জীব বা অসার কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 4 weeks ago
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
Created: 2 weeks ago
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন:
- অন্য দেশ = দেশান্তর;
- ঈষৎ লাল = লালচে,
- অন্যকাল = কালান্তর ইত্যাদি,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- কেমল দর্শন = দর্শনমাত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago