A sum of money is to be divided among P, Q, R, S in the ratio 7 : 3 : 5 : 2. If R gets Tk. 2000 more than S, what is Q's share?
A
TK. 2000
B
TK. 2200
C
TK. 2500
D
TK. 3000
উত্তরের বিবরণ
Step 1: Let the shares of P, Q, R, S be proportional to 7 : 3 : 5 : 2
Let the common multiple be . Then:
-
P =
-
Q =
-
R =
-
S =
Step 2: Use the information given about R and S
Step 3: Find Q's share
Answer: Q's share = Tk. 2000

0
Updated: 5 days ago
A train crosses two bridges that are 420 meters and 200 meters long in 60 seconds and 40 seconds respectively. What is the length of the train?
Created: 5 days ago
A
200 meters
B
240 meters
C
280 meters
D
300 meters
Let the train length = x meters.
Distances covered while crossing the bridges:-
First bridge: meters
-
Second bridge: meters
-
-
Time taken:
-
First bridge = 60 sec → speed =
-
Second bridge = 40 sec → speed =
-
-
Since speed is constant:
-
Solve for x:
Answer: The train is 240 meters long

0
Updated: 5 days ago
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি - 48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
Created: 1 week ago
A
1/2
B
- 1/2
C
1/4
D
- 1/4
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি - 48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
সমাধান:
আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত q হলে n তম পদ = aqn -1
দ্বিতীয় পদ = aq2 - 1= - 48
aq = - 48
∴ a = - 48/q .................. (i)
আবার
পঞ্চম পদ= aq5 - 1
= aq4
=(- 48/q)q4 [(i) এর মান বসিয়ে]
= - 48q3
প্রশ্নমতে,
- 48q3= 3/4
বা, q3= - 3/192
বা, q3= - 1/64
বা, q3= (- 1/4)3
∴ q = - 1/4
অর্থাৎ, সাধারণ অনুপাত = - 1/4.

0
Updated: 1 week ago
একটি সোনার গহনার ওজন ২৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৫ : ৩ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?
Created: 3 days ago
A
১৫ গ্রাম
B
২১ গ্রাম
C
৩০ গ্রাম
D
৪৫ গ্রাম
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৫ : ৩ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?
সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৫ : ৩
মোট অংশ = (৫ + ৩) = ৮
∴ গহনাতে সোনার পরিমাণ = ২৪ × (৫/৮) গ্রাম = ১৫ গ্রাম
∴ গহনাতে তামার পরিমাণ = ২৪ × (৩/৮) গ্রাম = ৯ গ্রাম
ধরি,
সোনা মেশাতে হবে = ক গ্রাম
শর্তমতে,
(১৫ + ক)/৯ = ৫/১
⇒ ১৫ + ক = ৪৫
⇒ ক = ৪৫ - ১৫
⇒ ক = ৩০
∴ সোনা মেশাতে হবে = ৩০ গ্রাম।

0
Updated: 3 days ago