A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
A
150 TK.
B
240 TK.
C
260 TK.
D
320 TK.
উত্তরের বিবরণ
Question: A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Solution:
ধরি, মেশিনটির ক্রয়মূল্য = x টাকা
20% লাভে বিক্রয়মূল্য = x + x এর 20%
= x + 20x/100
= 12x/10
20% ক্ষতিতে বিক্রয়মূল্য = x - x এর 20%
= x - 20x/100
= 8x/10
প্রশ্নমতে,
(12x/10) - (8x/10)= 60
⇒ 4x/10 = 60
⇒ 4x = 60 × 10
⇒ x = (60 × 10)/4
∴ x = 150
∴ মেশিনটির ক্রয়মূল্য = 150 টাকা

0
Updated: 1 month ago
বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়?
Created: 3 weeks ago
A
১৬০০ টাকা
B
১০০০ টাকা
C
১৮০০ টাকা
D
১৩৬০ টাকা
প্রশ্ন: বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়?
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৪ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪/১০০ টাকা
∴ ১০০০ টাকার ৩ বছরের সুদ = (৪ × ১০০০ × ৩)/১০০ টাকা
= ১২০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকার ২ বছরের সুদ = (৬ × ২) টাকা = ১২ টাকা
এখন,
১২ টাকা সুদ যখন আসল = ১০০ টাকা
∴ ১ টাকা সুদ যখন আসল = ১০০/১২ টাকা
∴ ১২০ টাকা সুদ যখন আসল = (১০০ × ১২০)/১২ টাকা
= ১০০০ টাকা ।

0
Updated: 3 weeks ago
Mr. Khan's salary is Tk. 5000.00 and he gets 10% commission of his salary. If his salary increased by 10%, by what percent his commission will increase?
Created: 1 month ago
A
10%
B
12%
C
15%
D
18%
Question: Mr. Khan's salary is Tk. 5000.00 and he gets 10% commission of his salary. If his salary increased by 10%, by what percent his commission will increase?
Solution:
পূর্বের কমিশন:
= 5000 এর 10% টাকা
= 5000 × 10/100
= 500 টাকা
১০% বৃদ্ধিতে বর্তমান বেতন = 5000 + 5000 এর 10%
= 5000 + 5000 × 10/100
= 5000 + 500 = 5500 টাকা
নতুন কমিশন = 5500 এর 10% = 5500 × 10/100 = 550 টাকা
কমিশন বৃদ্ধি পায় = 550 - 500 = 50 টাকা
শতকরা কমিশন বৃদ্ধি পায় = (50/500) × 100% = 10%

0
Updated: 1 month ago
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
Created: 4 months ago
A
শূন্য
B
১৪৪
C
২৫৬
D
৪০০
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
সমাধান:
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা
৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০
= ৩৬০০ টাকা
বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা
= ৬৪০০ টাকা
এর ৪% কমতি = ৬৪০০ × ৪/১০০
= ২৫৬ টাকা
মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা
= ৩৮৫৬ টাকা
∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা
= ১৪৪ টাকা

0
Updated: 4 months ago