A
কৃচ্ছ্সাধন
B
কূপমণ্ডূক
C
বিদূষিত
D
পিপীলিকা
উত্তরের বিবরণ
• অশুদ্ধ বানান: কৃচ্ছ্সাধন
-
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
অন্যদিকে,
-
পিপীলিকা
-
বিদূষিত
-
কূপমণ্ডূক
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 5 days ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
ডাষ্টবিন
B
দারিদ্রতা
C
দূষণীয়
D
নূপুর
ক) ডাষ্টবিন ❌
→ ইংরেজি Dustbin থেকে আগত। বাংলা শুদ্ধ রূপ ডাস্টবিন (শব্দটিতে "আ" ধ্বনি নয়, বরং "অ" ধ্বনি)। তাই "ডাষ্টবিন" ভুল।
খ) দারিদ্রতা ❌
→ "দারিদ্র" শব্দটি থেকেই অর্থ দাঁড়ায় দারিদ্র্য বা গরিব অবস্থা। "দারিদ্রতা" অতিরিক্ত প্রত্যয় যুক্ত করে গঠিত, যা শুদ্ধ নয়। শুদ্ধ রূপ হলো দারিদ্র্য।
গ) দূষণীয় ❌
→ "দূষণ" মানে কলুষ বা নোংরা করা। "দূষণীয়" বানানটি প্রচলিত নয়, বরং শুদ্ধ রূপ হলো দূষণযোগ্য বা "দূষণীয়"র পরিবর্তে "দূষণকারী" ব্যবহার হয়। তাই এটি গ্রহণযোগ্য নয়।
ঘ) নূপুর ✅
→ "নূপুর" (পায়ের অলংকার) শুদ্ধ বানান। শব্দটি সংস্কৃত মূল থেকে এসেছে: নূপুর। এটি অভিধানসম্মত ও সঠিক।

0
Updated: 2 weeks ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 15 hours ago
A
স্বায়ত্ত্বশাসন
B
সায়ত্তশাসন
C
সায়ত্ত্বশাসন
D
স্বায়ত্তশাসন
শুদ্ধ বানান: স্বায়ত্তশাসন
উচ্চারণ: শায়ত্তশাশোন্
শব্দমূল: সংস্কৃত থেকে আগত। গঠিত হয়েছে – স্বায়ত্ত + শাসন।
অর্থ: এটি এমন একটি রাষ্ট্রব্যবস্থা বা কর্তৃত্ব বোঝায় যেখানে নিজস্বভাবে শাসন বা পরিচালনার ক্ষমতা থাকে। অর্থাৎ, রাষ্ট্র বা অঞ্চল স্বশাসিত, তবে একনায়কতান্ত্রিক শাসন বোঝায় না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 15 hours ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 4 weeks ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

0
Updated: 4 weeks ago