A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
উত্তরের বিবরণ
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 5 days ago
What Greek word means "maker" and is related to the word poet?
Created: 3 months ago
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 3 months ago
"Poets are the unacknowledged legislators of the world." - Who said this?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
Percy Bysshe Shelley
C
Samuel Taylor Coleridge
D
Alexander Pope
“Poets are the unacknowledged legislators of the world.”
-
রচয়িতা: Percy Bysshe Shelley
-
উৎস: A Defence of Poetry (Essay, প্রকাশিত ১৮৪০)
বিস্তারিত আলোচনা:
-
Shelley-এর মতে কবিরাই মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার গুরুত্ব বোঝে।
-
কবিরা কল্পনার মাধ্যমে সমাজের আকার গঠনে সহায়তা করে।
-
এই উক্তিতে তিনি কবিদের অঘোষিত বিশ্ব আইনপ্রণেতা হিসেবে অভিহিত করেছেন।
-
গুরুত্বপূর্ণ উক্তি: "Poetry is a mirror which makes beautiful that which is distorted"
Percy Bysshe Shelley:
-
English Romantic poet
-
কবিতায় ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের চেতনাকে কেন্দ্র করে রচনা করেছেন
-
উল্লেখযোগ্য কবিতা:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
-
-
নাটক:
-
Prometheus Unbound
-
The Cenci
-
সারসংক্ষেপ:
Shelley বিশ্বাস করতেন কবিরা সমাজকে আকার দেওয়ার ক্ষমতা রাখে, যদিও তাদের প্রভাব সর্বদা স্বীকৃত হয় না।

0
Updated: 2 weeks ago
The scouts in my school were sure to visit the flooded town, the condition _________ was not known.
Created: 4 weeks ago
A
that
B
of which
C
whose
D
in which
সঠিক উত্তর: of which.
• Complete sentence: The scouts in my school were sure to visit the flooded town, the condition of which was not known.
• Explanation:
- এই বাক্যটিতে "the flooded town" (বন্যাপীড়িত শহর) এবং "the condition" (অবস্থা) এর মধ্যে সম্পর্ক বোঝাতে একটি সঠিক Relative Pronoun প্রয়োজন।
- The phrase "the condition of which" means "the condition of the flooded town."
- এখানে "the flooded town" হলো antecedent (পূর্বপদ).
- "the condition of which was not known" = "the condition of the flooded town was not known".
• Given options:
- in which → ভুল (এটি স্থান নির্দেশ করে, যেমন- "the house in which he lives", কিন্তু এখানে শহরের অবস্থা বোঝাতে "in" অপ্রাসঙ্গিক)।
- whose → ভুল ("whose" is used for possession by people or personified things, যেমন- "the man whose car was stolen")।
- "whose" -এর পরে সাধারণত noun বসে।
- that → ভুল ("that" is not suitable for non-defining clauses like this)।
- "that" সাধারণত people, animals and things, ইত্যাদি ক্ষেত্রে defining clause -এ informally ব্যবহৃত হয়।
- যেমন- The 8.30 is the train that you need to get. (refers to a thing)
ঘ) of which → সঠিক (এটি Formal English-এ ব্যবহৃত হয় এবং "the condition of the town" বোঝায়)।
- "Of which" is a relative phrase that introduces a subordinate clause, providing additional information about a previously mentioned noun.
• More examples:
- "They visited the village, the beauty of which was amazing."
- (এখানে "the beauty of which" = "the beauty of the village").

0
Updated: 4 weeks ago