কোন বানানটি শুদ্ধ?
A
বিভিসীকা
B
বিভীষিকা
C
বীভিষিকা
D
বীভিষীকা
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: বিভীষিকা
পদ: বিশেষ্য
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
আতঙ্ক
-
ভীতিকর ঘটনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 months ago
যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
Created: 3 weeks ago
A
ষ্ + ণ = ষ্ণ
B
ষ্ + ঞ = ষ্ণ
C
ষ্ + ঙ = ষ্ণ
D
ষ্ + ন = ষ্ণ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন:
-
ষ্ + ণ = ষ্ণ
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্ + ছ = ঞ্ছ
-
ঞ্ + চ = ঞ্চ
-
ঞ্ + জ = ঞ্জ
-
জ্ + ঞ = জ্ঞ

0
Updated: 3 weeks ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
আলস্যতা
B
অলস্য
C
আলস্য
D
আলসতা
আলস্য (বিশেষ্য): কাজকর্মে অনিচ্ছা বা কর্মবিমুখতার মানসিকতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
অন্যান্য বিকল্পগুলো (যেমন: আলস্যতা, অলস্য, আলসতা) ভুল বা প্রচলিত ভুল রূপ।
তাই “আলস্য”-ই বাংলা একাডেমি অনুসারে শুদ্ধ বানান।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ নয়?
Created: 4 days ago
A
যন্ত্রনা
B
শূদ্র
C
সহযােগিতা
D
স্বতঃস্ফূর্ত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কিছু শব্দের সঠিক ব্যবহার এবং অর্থ নিচে দেওয়া হলো:
-
অশুদ্ধ বানান: যন্ত্রনা
-
শুদ্ধ বানান: যন্ত্রণা (বিশেষ্য পদ), যা একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ: পীড়া, যাতনা
-
-
শূদ্র (বিশেষ্য পদ): নিগৃহীত ও অবহেলিত জাতিবিশেষ
-
সহযোগিতা (বিশেষ্য পদ): সহায়তা, সাহায্য
-
স্বতঃস্ফূর্ত (বিশেষণ পদ): আপনা থেকে প্রকাশিত, স্বতঃপ্রণোদিত

0
Updated: 4 days ago