A
বিভিসীকা
B
বিভীষিকা
C
বীভিষিকা
D
বীভিষীকা
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: বিভীষিকা
পদ: বিশেষ্য
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
আতঙ্ক
-
ভীতিকর ঘটনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 day ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষু
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 1 day ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
সুশ্রুসা
শব্দ: শুশ্রূষা
-
শুদ্ধ বানান: শুশ্রূষা
-
পদপ্রকৃতি: বিশেষ্য
-
মূল শব্দ: সংস্কৃত
-
প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ:
শুশ্রূষা + √কৃ (ধাতু) + ইন্ + ঈ = শুশ্রূষা -
অর্থ: পরিচর্যা, সেবা, যত্ন নেওয়া কিংবা কষ্টে থাকা ব্যক্তির প্রতি সহানুভূতিশীলভাবে মনোযোগ দেওয়া।
📚 উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
বিশেষ দ্রষ্টব্য:
“শুশ্রূষা” শব্দটি মূলত সেবা ও পরিচর্যার একটি সুসংস্কৃত ও শুদ্ধ রূপ, যা আধুনিক বাংলা ভাষায় অনেক সময় ভুল বানানে (যেমন: শুশ্রুষা) লেখা হয়ে থাকে। শব্দটি ব্যবহারে শুদ্ধ বানান ও অর্থ বোঝা গুরুত্বপূর্ণ।

0
Updated: 4 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
সূচিষ্মিতা
B
সূচিস্মিতা
C
সুচীস্মিতা
D
শুচিস্মিতা
শুচিস্মিতা – একটি অর্থবহ বাংলা শব্দ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘শুচিস্মিতা’ শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার শুদ্ধ বানান শুচিস্মিতা। এই শব্দের পুরুষবাচক রূপ হলো ‘শুচিস্মিত’।
-
শুচিস্মিতা শব্দের অর্থ:
যে নারীর হাসি পবিত্র, মধুর এবং নির্মল—তাকে এক কথায় বলা হয় ‘শুচিস্মিতা’। -
শুচিস্মিত (বিশেষণ) অর্থ:
যিনি মৃদু ও নির্মল হাসির অধিকারী; যার মুখে সর্বদা পবিত্র হাসি বিরাজমান।
এই শব্দগুলোর উৎস হিসেবে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং হায়াৎ মামুদের ভাষা শিক্ষা গ্রন্থ উল্লেখযোগ্য।

0
Updated: 3 weeks ago