A
took up
B
takes off
C
takes after
D
takes over
উত্তরের বিবরণ
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 5 days ago
I know his name but I haven't managed to ferret __________ where he lives.
Created: 2 days ago
A
in
B
off
C
around
D
out
• Complete Sentence: I know his name but I haven't managed to ferret out where he lives.
-
Bangla Meaning: আমি তার নাম জানি, কিন্তু সে কোথায় থাকে তা এখনো খুঁজে বের করতে পারিনি।
• ferret out (phrasal verb with ferret verb)
-
English Meaning: to discover or find out something after searching for it.
-
Bangla Meaning: খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা।
-
"খুঁজে বের করা" বোঝাতে ferret-এর পরে preposition হিসেবে সাধারণত out বসে।
Example Sentences:
-
The police are trying to ferret out the truth about the incident.
-
Journalists worked hard to ferret out details of the scandal.
Source: 1) Cambridge Dictionary 2) Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
We didn’t expect you to carry that ________ luggage for such a short trip.
Created: 2 days ago
A
many
B
few
C
little
D
much
• Complete Sentence: We didn’t expect you to carry that much luggage for such a short trip.
-
Bangla Meaning: আমরা আশা করিনি যে তুমি এত বেশি লাগেজ নিয়ে এত ছোট সফরে যাবে।
• Explanation:
-
Much/Many হলো Determiner, অর্থাৎ noun/pronoun-এর পরিমাণ, সংখ্যা বা নির্দিষ্টতা নির্দেশ করে।
-
Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable noun এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
-
Luggage (মালামাল) হলো uncountable noun, তাই এর পূর্বে uncountable determiner হিসাবে much ব্যবহার সঠিক।
-
সুতরাং সঠিক উত্তর: much

0
Updated: 2 days ago
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
Created: 2 days ago
A
those of
B
all of
C
that of
D
that
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.

0
Updated: 2 days ago