A
many
B
a few
C
much
D
few
উত্তরের বিবরণ
• Complete Sentence: "There is much honey in the jar."
-
Explanation:
-
"Honey" uncountable noun, তাই much ব্যবহার করা হয়।
-
Some, any, much, few, many ইত্যাদি quantifiers, যা এক ধরনের determiners।
-
• Other options:
-
ক) many – countable noun (যেমন: books, pens) এর সাথে ব্যবহৃত হয়।
-
খ) a few – countable noun বোঝাতে ব্যবহৃত হয়।
-
ঘ) few – countable noun বোঝায় এবং পরিমাণ কম বোঝাতে ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 5 days ago
One must take care of _____ health.
Created: 6 days ago
A
his
B
one's
C
their
D
their's
English
Completing Sentence
English Grammar
English Literature
The Adjective
The Pronoun
No subjects available.
Complete Sentence:
👉 One must take care of one's health.
ব্যাখ্যা:
-
প্রশ্নটি মূলত possessive pronoun-এর ব্যবহারের উপর ভিত্তি করে।
-
এখানে one একটি pronoun। এর possessive form হলো one's।
-
যখন one subject হিসেবে ব্যবহৃত হয়, তখন possessive adjective হিসেবেও সবসময় one's বসে।
-
তাই এখানে one's সঠিক উত্তর। অন্য কোনো possessive form যেমন his, her, their, it ব্যবহার করা যাবে না।
অন্য উদাহরণ:
-
He → possessive form his
-
She → possessive form her
-
Each / each of / anybody / everyone / no one / one of → possessive adjective হিসেবে his/her ব্যবহৃত হয়।

0
Updated: 6 days ago
After checking, I found __________ f's than s's in this statement.
Created: 2 days ago
A
much
B
more
C
little
D
None of the above
• Complete Sentence: After checking, I found more f's than s's in this statement.
-
Bangla Meaning: পরীক্ষা করে দেখলাম, এই বাক্যে s এর থেকে f বেশি আছে।
-
উল্লিখিত বাক্যে বলা হয়েছে, letter – s এর থেকে f বেশি আছে।
-
অর্থাৎ, এই বর্ণগুলোর plural ব্যবহার করা হয়েছে।
-
বর্ণ (letter), সংখ্যা বা প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে plural করা হয়।
-
উদাহরণ: a's, e's, p's, four's, 3's ইত্যাদি।
-
-
-
যদি বাক্যের প্রথমে introductory there বসে, তাহলে verb-এর ব্যবহার subject অনুযায়ী হবে।
-
Subject plural হলে verb plural হবে, আর subject singular হলে verb singular হবে।
-
এখানে যেহেতু 'f' plural, তাই verb হবে are।
-
Plural countable noun-এর পূর্বে determiner হিসেবে more ব্যবহৃত হবে।
-
-
Note: much, little – determiner হিসেবে শুধু uncountable noun-এর পূর্বে ব্যবহৃত হয়।

0
Updated: 2 days ago
She ____ painting.
Created: 5 days ago
A
took up
B
takes off
C
takes after
D
takes over
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 5 days ago