A
Keypad
B
Touch Screen
C
Camera
D
Power Supply
উত্তরের বিবরণ
পেরিফেরাল ডিভাইস
কম্পিউটারের সাথে সংযুক্ত যে হার্ডওয়্যারগুলো ডেটা ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়। পেরিফেরাল ডিভাইসগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে:
ইনপুট ডিভাইস
যেসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী বা পরিবেশ থেকে তথ্য কম্পিউটারে পৌঁছায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ট্র্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
বারকোড রিডার (Barcode Reader)
-
পয়েন্ট-অফ-সেল (Point-of-sale)
-
OMR, OCR
-
স্ক্যানার (Scanner)
-
লাইটপেন (Lightpen)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট-আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস একই সময়ে তথ্য গ্রহণ ও প্রদর্শন করতে পারে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
হার্ড ডিস্ক (Hard Disk)
-
CD/DVD
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
পেনড্রাইভ (Pendrive)
বিঃদ্রঃ পাওয়ার সাপ্লাই (Power Supply) কোনো ইনপুট ডিভাইস নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Created: 1 week ago
A
ভয়েস টেলিফোনি
B
ভিডিও কল
C
মোবাইল টিভি
D
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
৪জি (4G) সংক্রান্ত তথ্য
-
৪জি মানে ফোর্থ জেনারেশন (চতুর্থ প্রজন্ম) মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
-
৪জি নেটওয়ার্কে ব্যবহারকারীরা পান উন্নত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্স, গেমিং সেবা, এইচডি মোবাইল টিভি, ৩ডি টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা।
-
যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেক্সটেল ২০০৮ সালে মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে, এবং মেট্রোপিসিএস ২০১০ সালে প্রথম এলটিই (LTE) সেবা শুরু করে।
-
বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে ৪জি (LTE) সেবা চালু হয়।
-
৩জি এবং ৪জি দুটোই তারবিহীন যোগাযোগের মাধ্যমে কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল টিভির সুবিধা দেয়।
-
তবে ৪জি-তে অতিরিক্ত সুবিধা হিসেবে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
Created: 5 days ago
A
IEEE 802.11
B
IEEE 804.11
C
IEEE 803.11
D
IEEE 806.11
Wi-Fi (ওয়াই-ফাই)
-
পূর্ণরূপ: Wireless Fidelity
-
সংজ্ঞা: ওয়াই-ফাই হলো একটি জনপ্রিয় তারবিহীন (Wireless) প্রযুক্তি, যা রেডিও তরঙ্গের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ প্রদান করে।
-
ফ্রিকোয়েন্সি: সাধারণত 2.4 GHz থেকে 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে।
-
মানক ও ব্র্যান্ড: Wi-Fi হলো Wi-Fi Alliance এর ট্রেডমার্ক এবং এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী যেকোনো পণ্যের জন্য ব্যবহৃত হয়।
-
উদ্ভাবক: ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই-এর জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
ডাটা ট্রান্সমিশন: হাফ ডুপ্লেক্স (Half-Duplex) মুডে ডাটা আদান-প্রদান করা হয়।
-
কাভারেজ:
-
ঘরের ভিতরে: প্রায় ৩৩ মিটার
-
বাইরে: প্রায় ১০০ মিটার
-
IEEE স্ট্যান্ডার্ড সম্পর্কিত তথ্য
-
WiMAX: IEEE 802.16
-
Bluetooth: IEEE 802.15
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মুজিবুর রহমান

0
Updated: 5 days ago
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Created: 1 week ago
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago