She ____ painting.
A
took up
B
takes off
C
takes after
D
takes over
উত্তরের বিবরণ
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
He left early so that he ______ catch the bus.
Created: 1 week ago
A
can
B
could
C
must have
D
might
Complete sentence: He left early so that he could catch the bus.
-
Bangla meaning: সে আগেই বেরিয়েছিল যাতে সময়মতো বাস ধরতে পারে।
• So that: in order that (clause of purpose এর প্রারম্ভিক):
-
উদ্দেশ্য বোঝাতে আমরা so that এবং in order that ব্যবহার করি।
-
এগুলো প্রায়ই modal verbs (can, would, will ইত্যাদি) এর সাথে বসে।
-
উদ্দেশ্য প্রকাশে so that এবং in order that বসে এবং এর পরে can, would, will ইত্যাদি modal verb আসে।
-
"So that" বেশি প্রচলিত, আর "in order that" অফিসিয়াল বা লেখালেখিতে বেশি ব্যবহৃত হয়।
-
Main clause এর verb "left" past tense এ থাকায় can এর পরিবর্তে could ব্যবহৃত হয়েছে।
• অন্যান্য অপশন:
-
can (present form) – অনুমান বা বর্তমান সম্ভাবনা বোঝায়, past tense main clause এর জন্য উপযুক্ত নয়।
-
must have (past participle form) – উদ্দেশ্য প্রকাশ করে না।
-
might – অতীতে অনুমতি, স্বাধীনতা, সম্ভাবনা বা সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু প্রদত্ত বাক্যে নিশ্চিত উদ্দেশ্য বোঝানো হয়েছে।

0
Updated: 1 week ago
Fill in the blank: She repented ____ her past life.
Created: 6 days ago
A
for
B
of
C
with
D
to
বাক্য “She repented of her past life.”- এ ‘repented of’ দ্বারা বোঝানো হয়েছে যে সে তার অতীত জীবনের জন্য অনুতপ্ত হয়েছিল। এখানে repent ক্রিয়ার সঙ্গে of ব্যবহৃত হয়েছে, কারণ এটি কোনো কর্ম, আচরণ বা অতীত ঘটনার প্রতি অনুশোচনা প্রকাশ করে।
• Repent (of) – English Meaning: to be very sorry for something bad you have done in the past and wish that you had not done it
• Repent (of) – বাংলা অর্থ: অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া, দুঃখ প্রকাশ করা
• ব্যবহার:
-
Repent of ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তি নিজের ভুল কাজ, পাপ, বা অতীত আচরণের জন্য অনুতপ্ত হয়।
-
উদাহরণ:
-
He repented of his sins.
-
Have you nothing to repent of?
-
• Repent for ব্যবহৃত হয় যখন কোনো নির্দিষ্ট ঘটনা বা কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হওয়া বোঝানো হয়।
-
উদাহরণ:
-
They repented for their mistakes.
-
Criminals who have repented for their crimes.
-
• Repent শব্দটি সাধারণত গভীর মানসিক অনুশোচনা বা আত্মসমালোচনার অনুভূতি প্রকাশ করে, যা ধর্মীয়, নৈতিক বা ব্যক্তিগত প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
• Repent of-এর পর সাধারণত abstract noun বা verb-ing form ব্যবহৃত হয়, যেমন—repent of lying, repent of his actions ইত্যাদি।
• Repent for তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিক এবং ব্যবহারিক জীবনের ভুল বা অপরাধের প্রেক্ষিতে বেশি ব্যবহৃত হয়।

0
Updated: 6 days ago
Fellow journalists Eric Sevareid, Ed Bliss and Alexander Kendrick considered Murrow one of journalism's greatest figures, noting his honesty and ___________ in delivering the
Created: 1 week ago
A
deceit
B
credibility
C
duplicity
D
complacency
প্রদত্ত অপশনগুলোর অর্থ বিবেচনা করলে, বাক্যটির শূন্যস্থানে যে শব্দটি সবচেয়ে উপযুক্ত তা হলো credibility, কারণ এটি সাংবাদিক Murrow-এর সততা ও বিশ্বাসযোগ্যতা নির্দেশ করে।
-
ক) deceit
-
Bangla Meaning: কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা
-
English Meaning: an attempt or device to deceive; trick
-
-
খ) credibility
-
Bangla Meaning: বিশ্বাসযোগ্যতা
-
English Meaning: the quality or power of inspiring belief
-
-
গ) duplicity
-
Bangla Meaning: কপটতা; শঠতা; চাতুরী
-
English Meaning: contradictory doubleness of thought, speech, or action
-
-
ঘ) complacency
-
Bangla Meaning: আত্মতুষ্টি; আত্মপ্রসাদ; পরিতৃপ্তি
-
English Meaning: self-satisfaction especially when accompanied by unawareness of actual dangers or deficiencies
-
-
ঙ) disloyalty
-
Bangla Meaning: রাজদ্রোহীতা; বিশ্বাসীহীনতা
-
English Meaning: lack of loyalty
-
-
Complete Sentence: Fellow journalists Eric Sevareid, Ed Bliss and Alexander Kendrick considered Murrow one of journalism's greatest figures, noting his honesty and credibility in delivering the news.

0
Updated: 1 week ago