A
Worldwide Interoperability for Microwave Access
B
Worldwide Internet for Microwave Access
C
Worldwide Interconection for Microwave Access
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
ওয়াইম্যাক্স (WiMAX)
-
WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
-
এটি একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত এলাকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
WiMAX সাধারণত প্রায় ৫০ কিমি পর্যন্ত এলাকায় কভারেজ দিতে সক্ষম।
-
এর সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রায় ১০০০ Mbps পর্যন্ত হতে পারে।
-
WiMAX-এর কার্যকর ফ্রিকোয়েন্সি প্রায় ২ থেকে ৬৬ GHz পর্যন্ত থাকে।
-
এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 5 days ago
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Created: 1 week ago
A
২০০৪
B
২০০৬
C
২০০৩
D
২০০৮
টুইটার
-
টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে ‘X’।
-
টুইটারকে কখনও কখনও ‘ইন্টারনেটের এসএমএস’ ও বলা হয়।
-
সিইও: লিন্ডা ইয়াকারিনো, যিনি ৫ জুন ২০২৩ থেকে দায়িত্বে রয়েছেন।
-
প্রতিষ্ঠা: ২১ মার্চ, ২০০৬; চলু হয়: ১৫ জুলাই, ২০০৬।
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, এবং ইভান উইলিয়ামস।
-
টুইট: ফেসবুকের পোস্টের মতোই টুইটারে যে কোনো পোস্টকে ‘টুইট’ বলা হয়।
- অক্ষরের সীমা: প্রতি টুইট ২৮০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ (আগে ১৪০ অক্ষর ছিল)।উৎস: টুইটারের ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
নিচের কোন উক্তিটি সঠিক?
Created: 5 days ago
A
১ কিলোবাইট = ১০২৪ বাইট
B
১ মেগাবাইট = ১০২৪ বাইট
C
১ কিলোবাইট = ১০০০ বাইট
D
১ মেগাবাইট = ১০০০ বাইট
বিট (Bit) এবং বাইট (Byte) পরিচিতি
বিট (Bit):
-
কম্পিউটারে তথ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হলো বিট।
-
এটি কেবল দুটি মান ধারণ করতে পারে: 0 এবং 1।
বাইট (Byte):
-
৮টি বিট একত্রে একটি বাইট গঠন করে।
-
একটি বাইট সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে সক্ষম।
মেমরির একক এবং তাদের পরিমাপ
কম্পিউটার মেমরির পরিমাণ পরিমাপের জন্য এককগুলো নিম্নরূপ সম্পর্কযুক্ত:
একক | সমতুল্য |
---|---|
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর | – |
১ কিলোবাইট (KB) = ১,০২৪ বাইট | – |
১ মেগাবাইট (MB) = ১,০২৪ KB | – |
১ গিগাবাইট (GB) = ১,০২৪ MB | – |
১ টেরাবাইট (TB) = ১,০২৪ GB | – |
১ পেটাবাইট (PB) = ১,০২৪ TB | – |
সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
Created: 2 days ago
A
Queue
B
Stack
C
Union
D
Array
স্ট্যাক (Stack) এবং কিউ (Queue)
-
স্ট্যাক (Stack)
-
স্ট্যাক হলো একটি LIFO (Last In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি সর্বশেষ স্ট্যাকে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
স্ট্যাকে নতুন আইটেম যোগ করা হয় Push অপারেশনের মাধ্যমে।
-
স্ট্যাক থেকে আইটেম অপসারণ করা হয় Pop অপারেশনের মাধ্যমে।
-
-
কিউ (Queue)
-
কিউ হলো একটি FIFO (First In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি প্রথমে কিউতে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
-
অ্যারে (Array)
-
একই ধরনের ডেটার একটি ধারাবাহিক গুচ্ছকে অ্যারে বলা হয়।
-
উৎস: Computerhope Website.

0
Updated: 2 days ago