Choose the correct determiner for the sentence: "There is ___ honey in the jar."
A
many
B
a few
C
much
D
few
উত্তরের বিবরণ
• Complete Sentence: "There is much honey in the jar."
-
Explanation:
-
"Honey" uncountable noun, তাই much ব্যবহার করা হয়।
-
Some, any, much, few, many ইত্যাদি quantifiers, যা এক ধরনের determiners।
-
• Other options:
-
ক) many – countable noun (যেমন: books, pens) এর সাথে ব্যবহৃত হয়।
-
খ) a few – countable noun বোঝাতে ব্যবহৃত হয়।
-
ঘ) few – countable noun বোঝায় এবং পরিমাণ কম বোঝাতে ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued ___________ till the early years of the 20th century.
Created: 1 week ago
A
improving
B
transforming
C
unchanged
D
advancing
বাক্য বিশ্লেষণ অনুযায়ী, এখানে “although” শব্দটি বিপরীত বা contrast প্রকাশ করে, অর্থাৎ Industrial Revolution–এর ফলে যন্ত্র ও প্রযুক্তিতে পরিবর্তন আসলেও printing এবং book binding–এর ক্ষেত্রে তা ঘটেনি। প্রদত্ত অপশনগুলো বিশ্লেষণ করলে:
-
ক) intermittently – থেকে থেকে; থেমে থেমে
-
খ) improving – উন্নতিসাধক; উন্নতিশীল
-
গ) transforming – রূপান্তর করা
-
ঘ) unchanged – অপরিবর্তিত
-
ঙ) advancing – আগুয়ান; উন্নতি সাধন
বাক্যের প্রসঙ্গে দেখা যায়, printing এবং book binding–এর পদ্ধতি অপরিবর্তিত থেকেছে। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) unchanged।

0
Updated: 1 week ago
If she _____ more time, she would learn to play the piano.
Created: 3 weeks ago
A
had
B
has
C
will have
D
having
Complete sentence: If she had more time, she would learn to play the piano।
Sentence টি Second Conditional এর নিয়ম অনুসারে গঠিত।
Second Conditional এর নিয়ম:
-
If + Past Indefinite যুক্ত clause থাকলে, পরবর্তী clause-এ subject-এর পরে would / could / might + verb এর base form বসে।
-
Structure: If + past indefinite + subject + would/could/might + verb (base form) + extension।
-
উদাহরণ: If I were rich, I would travel the world।
-
Note: If clause-এ be verb হিসেবে সাধারণত were ব্যবহৃত হয়; If না থাকলে শর্তযুক্ত অংশটি were দিয়ে শুরু করা যায়।
উল্লিখিত অন্যান্য অপশন:
-
has – Present tense; Second Conditional এ ব্যবহার হয় না।
-
will have – Future tense; Second Conditional এ ব্যবহার হয় না।
-
having – Gerund/Participle; sentence structure-এ মিলছে না।
সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হলো had।

0
Updated: 3 weeks ago
If you want them to ____ you'll have to offer them more than that.
Created: 1 month ago
A
give in
B
fall in
C
get forth
D
get off
Complete Sentence:
-
If you want them to give in, you'll have to offer them more than that.
Give in (Phrasal Verb):
-
English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
-
Bangla Meaning: আত্মসমর্পণ করা
Other Options:
-
Fall in: ভেঙে করা; সারি বেধে দাঁড়ানো
-
Get forth: উদগীরণ করা, নিঃসৃত করা / হওয়া
-
Get off: নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হত্তয়া; সরা; যাত্রা করা
Explanation: বাক্যটি অর্থবোধক করার জন্য give in ব্যবহার করা হয়েছে।
উৎস:

0
Updated: 1 month ago