A
WAN
B
Satellite Communication
C
MAN
D
TV রিমোর্ট কন্ট্রোলে
উত্তরের বিবরণ
ইনফ্রারেড ডিভাইস ও তার ব্যবহার
-
টেলিভিশনের রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড (Infrared, IR) প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
ইনফ্রারেড হলো একটি ধরনের তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি প্রায় 300 GHz থেকে 400 THz পর্যন্ত হতে পারে।
-
এটি সাধারণত কাছাকাছি থাকা দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
-
এই প্রযুক্তিতে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার, যা তথ্য প্রেরণ ও গ্রহণ করে।
-
ইনফ্রারেডের ব্যবহার লক্ষ্য করা যায়:
-
টেলিভিশন ও ভিসিআর রিমোট কন্ট্রোলে
-
কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ওয়্যারলেস ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
Created: 2 days ago
A
Simple Message Transmission Protocol
B
Strategic Mail Transfer Protocol
C
Strategic Mail Transmission Protocol
D
Simple Mail Transfer Protocol
ইমেইল প্রোটোকলসমূহ
ইমেইল সার্ভারে প্রধানত তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়: POP, IMAP, এবং SMTP।
SMTP:
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত ব্যবহার হয় ইমেইল পাঠানোর জন্য। সাধারণত যে মেইলগুলো অন্যের কাছে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
এই প্রোটোকল আউটগোয়িং মেইল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে।
-
SMTP সাধারণত পোর্ট 25 এর মাধ্যমে কাজ করে।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 days ago
নিচের কোন উক্তিটি সঠিক?
Created: 5 days ago
A
১ কিলোবাইট = ১০২৪ বাইট
B
১ মেগাবাইট = ১০২৪ বাইট
C
১ কিলোবাইট = ১০০০ বাইট
D
১ মেগাবাইট = ১০০০ বাইট
বিট (Bit) এবং বাইট (Byte) পরিচিতি
বিট (Bit):
-
কম্পিউটারে তথ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হলো বিট।
-
এটি কেবল দুটি মান ধারণ করতে পারে: 0 এবং 1।
বাইট (Byte):
-
৮টি বিট একত্রে একটি বাইট গঠন করে।
-
একটি বাইট সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে সক্ষম।
মেমরির একক এবং তাদের পরিমাপ
কম্পিউটার মেমরির পরিমাণ পরিমাপের জন্য এককগুলো নিম্নরূপ সম্পর্কযুক্ত:
একক | সমতুল্য |
---|---|
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর | – |
১ কিলোবাইট (KB) = ১,০২৪ বাইট | – |
১ মেগাবাইট (MB) = ১,০২৪ KB | – |
১ গিগাবাইট (GB) = ১,০২৪ MB | – |
১ টেরাবাইট (TB) = ১,০২৪ GB | – |
১ পেটাবাইট (PB) = ১,০২৪ TB | – |
সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Created: 1 week ago
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago