A
IEEE 802.11
B
IEEE 804.11
C
IEEE 803.11
D
IEEE 806.11
উত্তরের বিবরণ
Wi-Fi (ওয়াই-ফাই)
-
পূর্ণরূপ: Wireless Fidelity
-
সংজ্ঞা: ওয়াই-ফাই হলো একটি জনপ্রিয় তারবিহীন (Wireless) প্রযুক্তি, যা রেডিও তরঙ্গের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ প্রদান করে।
-
ফ্রিকোয়েন্সি: সাধারণত 2.4 GHz থেকে 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে।
-
মানক ও ব্র্যান্ড: Wi-Fi হলো Wi-Fi Alliance এর ট্রেডমার্ক এবং এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী যেকোনো পণ্যের জন্য ব্যবহৃত হয়।
-
উদ্ভাবক: ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই-এর জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
ডাটা ট্রান্সমিশন: হাফ ডুপ্লেক্স (Half-Duplex) মুডে ডাটা আদান-প্রদান করা হয়।
-
কাভারেজ:
-
ঘরের ভিতরে: প্রায় ৩৩ মিটার
-
বাইরে: প্রায় ১০০ মিটার
-
IEEE স্ট্যান্ডার্ড সম্পর্কিত তথ্য
-
WiMAX: IEEE 802.16
-
Bluetooth: IEEE 802.15
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মুজিবুর রহমান

0
Updated: 5 days ago
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Created: 1 week ago
A
এ্যলুমিনিয়াম
B
প্লাসটিক
C
সিলিকন
D
কোনোটিই নয়
কম্পিউটারের মূল মেমোরি (Primary Memory) তৈরিতে সিলিকন নামক পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌল হলো এই সিলিকন। আধুনিক কম্পিউটার প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রধান কারণ হলো ইন্টিগ্রেটেড সার্কিট (IC), যা মূলত সিলিকন দিয়েই তৈরি হয়।
সিলিকন অন্যান্য পদার্থের তুলনায় সহজলভ্য, কম খরচে পাওয়া যায় এবং অন্য উপাদানের সাথে সহজে মিশে ব্যবহার করা যায়। এ কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকনের ব্যাপক ব্যবহার রয়েছে।
উৎস: Illinois Institute of Technology Website

0
Updated: 1 week ago
Wi MAX-এর পূর্ণরূপ কি?
Created: 5 days ago
A
Worldwide Interoperability for Microwave Access
B
Worldwide Internet for Microwave Access
C
Worldwide Interconection for Microwave Access
D
কোনোটিই নয়
ওয়াইম্যাক্স (WiMAX)
-
WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
-
এটি একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত এলাকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
WiMAX সাধারণত প্রায় ৫০ কিমি পর্যন্ত এলাকায় কভারেজ দিতে সক্ষম।
-
এর সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রায় ১০০০ Mbps পর্যন্ত হতে পারে।
-
WiMAX-এর কার্যকর ফ্রিকোয়েন্সি প্রায় ২ থেকে ৬৬ GHz পর্যন্ত থাকে।
-
এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 5 days ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 1 week ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)

0
Updated: 1 week ago