বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
রাজশেখর বসু
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বিহারীলাল চক্রবর্তী
উত্তরের বিবরণ
বিহারীলাল চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পথিকৃৎ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে বিশেষভাবে পরিচিত।
তিনি বাংলা গীতিকবিতার জনক বলে স্বীকৃত এবং আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি হিসেবে গণ্য হন। রবীন্দ্রনাথ তাকে ভালোবেসে ‘ভোরের পাখি’ আখ্যায় ভূষিত করেছিলেন।
তাঁর প্রথম সার্থক গীতিকবিতা ছিল ‘বঙ্গসুন্দরী’, আর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘সারদা মঙ্গল’।
বিহারীলাল চক্রবর্তীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদা মঙ্গল
-
প্রেমপ্রবাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
"বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী"- এই কবিতাংশটুকুর কবি কে?
Created: 3 months ago
A
বেনজীর আহমেদ
B
কাজী নজরুল ইসলাম
C
জীবনানন্দ দাশ
D
শামসুর রাহমান
মহুয়ার গান ও ‘বউ কথা কও’
‘মহুয়ার গান’ হলো কাজী নজরুল ইসলামের রচিত এক বিশেষ নজরুলগীতি সংকলন, যাতে স্থান পেয়েছে প্রেম, প্রকৃতি ও আবেগঘন অনুভূতির অপূর্ব ছোঁয়া।
এই গীতিগ্রন্থটি ডি. এম. লাইব্রেরি থেকে ১ জানুয়ারি, ১৯৩০ সালে প্রকাশিত হয়। গ্রন্থটি মোট ১৫টি গান নিয়ে রচিত, যার পৃষ্ঠা সংখ্যা ছিল মাত্র ১৩ এবং দাম ছিল দুই আনা।
এই সংকলনের অন্তর্ভুক্ত গানগুলো হলো:
-
কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো
-
একডালি ফুলে ওরে সাজাব কেমন করে
-
বউ কথা কও
-
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে
-
কোথা চাঁদ আমার
-
ফণীর ফণায় জ্বলে মণি
-
মহুল গাছে ফুল ফুটেছে
-
আজি ঘুম নহে, নিশি জাগরণ
-
খোলো খোলো গো দুয়ার
-
ভরিয়া পরান শুনিতেছি গান
-
(ওগো) নতুন নেশার আমার এ মদ
-
মোরা ছিনু একেলা, হইনু দুজন
-
ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
-
আমার গহীন জলে নদী
-
তোমায় কুলে তুলে বন্ধু আমি নামলাম জলে
গান: বউ কথা কও
কবি: কাজী নজরুল ইসলাম
বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী
সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।।
সে কাঁদন শুনি হের নামিল নভে বাদল,
এলো পাতার বাতায়নে যুঁই চামেলী কামিনী।।
আমার প্রাণের ভাষা শিখে ডাকে পাখি পিউ কাঁহা,
খোঁজে তোমায় মেঘে মেঘে আঁখি মোর সৌদামিনী।।
এই গানটি প্রেমিক হৃদয়ের আকুল আবেদন ও বিরহের গভীরতা প্রকাশ করে, যা নজরুলগীতির এক অনন্য নিদর্শন।
উৎস:
-
‘মহুয়ার গান’ - কাজী নজরুল ইসলাম
-
‘বউ কথা কও’ গান

0
Updated: 3 months ago
'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
আলমগীর কবির
B
হুমায়ূন আহমেদ
C
তারেক মাসুদ
D
শেখ নিয়ামত আলী
মাটির ময়না একটি বাংলাদেশী চলচ্চিত্র, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তৈরি। এটি ২০০২ সালে বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।
এই ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। আর প্রযোজনা করেছেন তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ।
তারেক মাসুদ আরও কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালনা করেছেন, যেমন:
-
সোনার বেড়ি
-
অন্তর্যাত্রা
-
আদম সুরত
-
রানওয়ে
উৎস: প্রথম আলো পত্রিকার প্রতিবেদন।

0
Updated: 1 month ago
বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ কোনটি?
Created: 39 minutes ago
A
সারদামঙ্গল
B
সাধের আসন
C
বঙ্গসুন্দরী
D
স্বপ্নদর্শন
বঙ্গসুন্দরী হলো বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ এবং এটি দশ সর্গবিশিষ্ট একটি কাব্য। কাব্যের প্রতিটি সর্গ বিশেষভাবে অনুভূতি ও নান্দনিকতাকে ফুটিয়ে তোলে।
-
কাব্যের রচয়িতা: বিহারীলাল চক্রবর্তী
-
গীতিকবিতার গুরুত্ব: প্রথম সার্থক গীতিকবিতা
-
কাব্যের সর্গ:
→ প্রথম সর্গ: উপহার
→ দ্বিতীয় সর্গ: নারীবন্দনা
→ তৃতীয় সর্গ: সুরবালা
→ চতুর্থ সর্গ: চিরপরাধীনা
→ পঞ্চম সর্গ: করুণাসুন্দরী
→ ষষ্ঠ সর্গ: সর্গ বিষাদিনী
→ সপ্তম সর্গ: প্রিয়সখী
→ অষ্টম সর্গ: বিরহিণী
→ নবম সর্গ: প্রিয়তমা
→ দশম সর্গ: অভাগিনী
• বিহারীলাল চক্রবর্তী:
-
আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
জন্ম: ১৮৩৫ সালের ২১ মে, কলকাতা
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেছেন, কারণ বিহারীলাল প্রথম বাংলায় ব্যক্তিগত অনুভূতি ও আত্মলীনতাকে কেন্দ্র করে কবিতা রচনা করেন এবং বাংলা কবিতাকে নতুন প্রেরণা দেন
• বিহারীলাল চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বন্ধুবিয়োগ
-
প্রেমপ্রবাহিণী
-
নিসর্গসন্দর্শন
-
বঙ্গসুন্দরী
-
সারদামঙ্গল

0
Updated: 39 minutes ago