Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
A
B
A. A = 1
C
A + A = 2A
D
উপরের কোনোটিই নয়
উত্তরের বিবরণ
• বুলিয়ান অ্যালজেবরা: বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
• বুলিয়ান উপপাদ্য: সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
Register
B
ROM
C
Flags
D
Output Unit
রেজিস্টার হলো একটি বিশেষ ধরণের মেমোরি ডিভাইস, যা মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অত্যন্ত দ্রুত ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এগুলো মূলত ফ্লিপ ফ্লপ (flip-flop) ব্যবহার করে তৈরি করা হয় এবং মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য অপরিহার্য।
অ্যাকিউমুলেটর হলো একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার, যা ALU-র ফলাফল রাখতে সহায়ক।
-
রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে, যা এর কাজের গতি বাড়ায়।
-
এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত (high speed)।
-
মাইক্রোপ্রসেসরের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য এর ভিতরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
-
রেজিস্টারের ধারণক্ষমতা মাইক্রোপ্রসেসর ভেদে ভিন্ন হতে পারে, যেমন ৪-বিট, ১৬-বিট, ৩২-বিট, ৬৪-বিট রেজিস্টার।
-
যেহেতু রেজিস্টার ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি, তাই এগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।
-
গাণিতিক ও যুক্তিমূলক ইউনিট (ALU) এর প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিকভাবে অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য অ্যাকিউমুলেটর (accumulator) ব্যবহার করা হয়।

0
Updated: 2 weeks ago
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
Created: 1 month ago
A
address bus
B
input-reader bus
C
data bus
D
control bus
কম্পিউটার বাস (BUS)
• Input-reader Bus:
কম্পিউটারে এমন কোনো বাস নেই যাকে Input-reader Bus বলা হয়। সঠিক ধারণা হলো কম্পিউটার বাস।
• কম্পিউটার বাস কী?
কম্পিউটার বাস হলো তারের একটি সেট, যার মাধ্যমে ডিজিটাল তথ্য (০ বা ১) এক স্থানে থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। বাসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আদান-প্রদান করতে পারে।
• কম্পিউটার বাসের প্রধান ধরন:
কম্পিউটার বাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
১. সিস্টেম বাস (System Bus) – প্রধান বাস
২. এক্সপানশন বাস (Expansion Bus) – সম্প্রসারিত বাস
• সিস্টেম বাসের তিনটি অংশ:
১. ডেটা বাস (Data Bus) – তথ্য পরিবহনের জন্য
২. অ্যাড্রেস বাস (Address Bus) – মেমোরি বা ডিভাইসের ঠিকানা নির্দেশ করার জন্য
৩. কন্ট্রোল বাস (Control Bus) – ডেটা আদান-প্রদানের নিয়ন্ত্রণের জন্য
• এক্সপানশন বাসের বিভিন্ন ধরন:
কম্পিউটার প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপানশন বাস ব্যবহৃত হয়, যেমন:
-
ISA (Industry Standard Architecture)
-
EISA (Extended Industry Standard Architecture)
-
লোকাল বাস (Local Bus)
-
USB (Universal Serial Bus)
-
ফায়ারওয়্যার বাস (FireWire Bus)
-
AGP (Accelerated Graphics Port)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Created: 4 weeks ago
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol

0
Updated: 4 weeks ago