নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
A
WAN
B
Satellite Communication
C
MAN
D
TV রিমোর্ট কন্ট্রোলে
উত্তরের বিবরণ
ইনফ্রারেড ডিভাইস ও তার ব্যবহার
-
টেলিভিশনের রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড (Infrared, IR) প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
ইনফ্রারেড হলো একটি ধরনের তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি প্রায় 300 GHz থেকে 400 THz পর্যন্ত হতে পারে।
-
এটি সাধারণত কাছাকাছি থাকা দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
-
এই প্রযুক্তিতে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার, যা তথ্য প্রেরণ ও গ্রহণ করে।
-
ইনফ্রারেডের ব্যবহার লক্ষ্য করা যায়:
-
টেলিভিশন ও ভিসিআর রিমোট কন্ট্রোলে
-
কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ওয়্যারলেস ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
তামার তার
B
কো-এক্সিয়াল ক্যাবল
C
অপটিকাল ফাইবার
D
ওয়্যারলেস মিডিয়া
ফাইবার অপটিক ক্যাবল
ফাইবার অপটিক ক্যাবল হলো একটি আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দ্বারা গঠিত। এই ফাইবারগুলোতে বিদ্যুৎ প্রবাহিত হয় না, বরং ডেটা প্রেরণের জন্য আলোর পালস ব্যবহৃত হয়।
ফাইবার তৈরিতে সাধারণত সিলিকা বা মাল্টি-কমপোনেন্ট কাঁচ ব্যবহার করা হয়, যা বৈদ্যুতিকভাবে অন্তরক। অপটিক্যাল ফাইবারে ডেটা প্রেরণ হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (total internal reflection) পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আলোর পালস উৎস থেকে গন্তব্যে পৌঁছায় প্রায় কোনও শক্তি ক্ষয় ছাড়াই।
ফাইবার অপটিক ক্যাবলের তিনটি প্রধান অংশ
-
কোর (Core)
-
ফাইবারের ভিতরের অংশ, যা আলোর পথে থাকে।
-
ব্যাস প্রায় ৮ থেকে ১০০ মাইক্রন।
-
-
ক্ল্যাডিং (Cladding)
-
কোরকে ঘিরে থাকা বাইরের স্তর।
-
কোরের ভিতরের আলো বাইরে বের না হতে সাহায্য করে।
-
-
জ্যাকেট (Jacket)
-
পুরো ফাইবারকে আবৃত করে।
-
এটি ফাইবারকে বাহ্যিক চাপ ও ক্ষতি থেকে রক্ষা করে।
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 1 month ago
কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি?
Created: 1 month ago
A
৭
B
৫
C
- ৯
D
৮
OSI (Open System Interconnection) মডেল হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড যা কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইস এবং সিস্টেমগুলিকে একসাথে কাজ করার জন্য গাইডলাইন প্রদান করে। এটি নেটওয়ার্কিং এর বিভিন্ন কার্যক্রমকে ৭টি স্তরে ভাগ করে।
OSI মডেলের স্তরসমূহ
-
Upper Layers (উপরের ৩টি স্তর): ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং সফটওয়্যার/অ্যাপ্লিকেশন লেভেলের কার্যক্রম পরিচালনা করে।
-
Application Layer (Layer 7) – ব্যবহারকারীর জন্য নেটওয়ার্ক সেবা প্রদান।
-
Presentation Layer (Layer 6) – ডেটাকে ফরম্যাটিং, এনক্রিপশন ও কম্প্রেশন করে।
-
Session Layer (Layer 5) – দুটি সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন ও পরিচালনা করে।
-
-
Lower Layers (নিচের ৪টি স্তর): ডেটা ট্রান্সমিশন এবং হার্ডওয়্যার যোগাযোগের জন্য দায়ী।
4. Transport Layer (Layer 4) – ডেটার নির্ভুল প্রেরণ নিশ্চিত করে।
5. Network Layer (Layer 3) – ডেটার পথ নির্ধারণ এবং রাউটিং করে।
6. Data Link Layer (Layer 2) – ডেটাকে ফ্রেমে ভাগ করে এবং ত্রুটি সনাক্ত করে।
7. Physical Layer (Layer 1) – বিট হিসেবে ডেটা ফিজিক্যাল মাধ্যমে প্রেরণ করে।
উৎস: Amazon

0
Updated: 1 month ago
Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
Created: 1 month ago
A
B
A. A = 1
C
A + A = 2A
D
উপরের কোনোটিই নয়
• বুলিয়ান অ্যালজেবরা: বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
• বুলিয়ান উপপাদ্য: সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago