Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
A
IEEE 802.11
B
IEEE 804.11
C
IEEE 803.11
D
IEEE 806.11
উত্তরের বিবরণ
Wi-Fi (ওয়াই-ফাই)
-
পূর্ণরূপ: Wireless Fidelity
-
সংজ্ঞা: ওয়াই-ফাই হলো একটি জনপ্রিয় তারবিহীন (Wireless) প্রযুক্তি, যা রেডিও তরঙ্গের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ প্রদান করে।
-
ফ্রিকোয়েন্সি: সাধারণত 2.4 GHz থেকে 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে।
-
মানক ও ব্র্যান্ড: Wi-Fi হলো Wi-Fi Alliance এর ট্রেডমার্ক এবং এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী যেকোনো পণ্যের জন্য ব্যবহৃত হয়।
-
উদ্ভাবক: ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই-এর জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
ডাটা ট্রান্সমিশন: হাফ ডুপ্লেক্স (Half-Duplex) মুডে ডাটা আদান-প্রদান করা হয়।
-
কাভারেজ:
-
ঘরের ভিতরে: প্রায় ৩৩ মিটার
-
বাইরে: প্রায় ১০০ মিটার
-
IEEE স্ট্যান্ডার্ড সম্পর্কিত তথ্য
-
WiMAX: IEEE 802.16
-
Bluetooth: IEEE 802.15
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মুজিবুর রহমান

0
Updated: 1 month ago
একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
Created: 1 month ago
A
Tuples
B
Attributes
C
Tables
D
Rows
একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
-
দুটি বা ততোধিক টেবিলের মধ্যে কোনো একটি সাধারণ ফিল্ডের ভিত্তিতে সংযোগ স্থাপন করা হয়, এটিই রিলেশনশীপ।
-
এই রিলেশন ব্যবহার করে টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নতুন ডাটা টেবিল তৈরি করা যায়।
-
একাধিক রিলেশনযুক্ত টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
-
আধুনিক ডাটাবেজ সফটওয়্যারের অধিকাংশই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS) হিসেবে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
Created: 1 month ago
A
৪৬
B
১৬
C
২৪
D
৫৪
একটি বাইনারি সংখ্যা ১০১১১০-এর সমতুল্য ডেসিমেল সংখ্যা হলো ৪৬। বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার প্রক্রিয়াটি নিম্নরূপ:
-
বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে ২-এর ঘাতের সাথে গুণ করতে হয়, যেখানে ঘাত শুরু হয় ০ থেকে এবং বামদিকে যত যায় তত বৃদ্ধি পায়।
-
প্রতিটি অঙ্কের গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক মান পাওয়া যায়।
-
উদাহরণস্বরূপ, বাইনারি ১০১১১০-এর ক্ষেত্রে:
-
-
সবগুলো যোগ করলে:
-
তাই, ১০১১১০ বাইনারি = ৪৬ ডেসিমেল।

0
Updated: 1 month ago
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Created: 1 month ago
A
২০০৪
B
২০০৬
C
২০০৩
D
২০০৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা (ICT-based Production System)
প্রাথমিক তথ্য
বিসিএস
টুইটার
-
টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে ‘X’।
-
টুইটারকে কখনও কখনও ‘ইন্টারনেটের এসএমএস’ ও বলা হয়।
-
সিইও: লিন্ডা ইয়াকারিনো, যিনি ৫ জুন ২০২৩ থেকে দায়িত্বে রয়েছেন।
-
প্রতিষ্ঠা: ২১ মার্চ, ২০০৬; চলু হয়: ১৫ জুলাই, ২০০৬।
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, এবং ইভান উইলিয়ামস।
-
টুইট: ফেসবুকের পোস্টের মতোই টুইটারে যে কোনো পোস্টকে ‘টুইট’ বলা হয়।
- অক্ষরের সীমা: প্রতি টুইট ২৮০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ (আগে ১৪০ অক্ষর ছিল)।উৎস: টুইটারের ওয়েবসাইট।

0
Updated: 1 month ago