নিচের কোন উক্তিটি সঠিক?
A
১ কিলোবাইট = ১০২৪ বাইট
B
১ মেগাবাইট = ১০২৪ বাইট
C
১ কিলোবাইট = ১০০০ বাইট
D
১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরের বিবরণ
বিট (Bit) এবং বাইট (Byte) পরিচিতি
বিট (Bit):
-
কম্পিউটারে তথ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হলো বিট।
-
এটি কেবল দুটি মান ধারণ করতে পারে: 0 এবং 1।
বাইট (Byte):
-
৮টি বিট একত্রে একটি বাইট গঠন করে।
-
একটি বাইট সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে সক্ষম।
মেমরির একক এবং তাদের পরিমাপ
কম্পিউটার মেমরির পরিমাণ পরিমাপের জন্য এককগুলো নিম্নরূপ সম্পর্কযুক্ত:
একক | সমতুল্য |
---|---|
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর | – |
১ কিলোবাইট (KB) = ১,০২৪ বাইট | – |
১ মেগাবাইট (MB) = ১,০২৪ KB | – |
১ গিগাবাইট (GB) = ১,০২৪ MB | – |
১ টেরাবাইট (TB) = ১,০২৪ GB | – |
১ পেটাবাইট (PB) = ১,০২৪ TB | – |
সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
"একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়"- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
Created: 1 month ago
A
AND
B
NOR
C
Ex-OR
D
OR
যদি Ex-OR Gate (XOR) গেটের ক্ষেত্রে উভয় ইনপুট এর মান সমান হলে, তবে লজিক সেটের আউটপুটের মান ০ হয়।তবে ইনপুট এর মান ভিন্ন হলে আউটপুট ১ হয়।
- AND, OR এবং NOR গেটের ক্ষেত্রে, উভয় ইনপুটের মান একই হলে আউটপুট 0 অথবা 1 দুইটিই হতে পারে।[ইনপুট দুইটি 0 হলে আউটপুট 0, ইনপুট দুইটি 1 হলে আউটপুট 1]


0
Updated: 1 month ago
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি -
Created: 1 month ago
A
AND
B
OR
C
XOR
D
NAND
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 month ago
SCSI-এর পূর্ণরূপ কী?
Created: 4 weeks ago
A
Small Computer System Interface
B
Small Computer Software Interface
C
Small Computer Storage Interface
D
Small Computer Standard Interface
SCSI-এর পূর্ণরূপ হলো Small Computer System Interface, যা মূলত "Scuzzy" নামে উচ্চারিত হয়। এটি হার্ডডিস্ক ড্রাইভের মধ্যে সর্বাধিক ডেটা ট্রান্সফার রেট প্রদানকারী একটি প্রযুক্তি। হার্ডডিস্ক ড্রাইভকে সাধারণত চার ধরনের ভাগে শ্রেণিবদ্ধ করা হয়।
-
IDE/PATA হার্ড ডিস্ক ড্রাইভ – এ ধরনের ড্রাইভ 133 MB/sec পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট প্রদান করে।
-
SATA হার্ড ডিস্ক ড্রাইভ – এগুলো সাধারণত 300 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
-
SCSI হার্ড ডিস্ক ড্রাইভ – এ ধরনের ড্রাইভ প্রায় 640 MB/sec পর্যন্ত ট্রান্সফার রেট প্রদান করে, যা তুলনামূলকভাবে অনেক বেশি।
-
SAS হার্ড ডিস্ক ড্রাইভ – উচ্চতর পারফরম্যান্সের জন্য ব্যবহৃত হয় এবং উন্নত সার্ভার ও ডেটা সেন্টারে বেশি প্রচলিত।

0
Updated: 4 weeks ago