What is the meaning of the word "Animosity"?
A
Anonymous
B
Malice
C
Affection
D
Insipid
উত্তরের বিবরণ
• The Correct answer is: খ) Malice.
-
Animosity (noun)
-
Bangla Meaning: বিদ্বেষ; সক্রিয় শত্রুতা
-
English Meaning: a strong feeling of dislike or hatred
-
-
Malice (noun)
-
Bangla Meaning: অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা
-
English Meaning: desire to cause pain, injury, or distress to another
-
• Other options:
-
ক) Anonymous (Adj)
-
Bangla Meaning: নামহীন বা অপ্রকাশিত নাম
-
English Meaning: of unknown authorship or origin
-
-
গ) Affection (noun)
-
Bangla Meaning: স্নেহ; প্রেম; মমত্ব
-
English Meaning: a feeling of liking and caring for someone or something
-
-
ঘ) Insipid (Adj)
-
Bangla Meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু
-
English Meaning: lacking in qualities that interest, stimulate, or challenge
-
Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.

0
Updated: 1 month ago
The idiom "Cat's sleep" means -
Created: 1 month ago
A
Deep slumber
B
Pretending to be asleep
C
Sleeping disorder
D
Early riser
"Cat's sleep" ইডিয়মটির অর্থ হলো ঘুমের ভান করা বা Pretending to be asleep। এটি বোঝায় যে কেউ বাইরে থেকে ঘুমাচ্ছে মনে হলেও, ভিতরে তার সচেতনতা আছে এবং সে নিজের চারপাশের বিষয়গুলি পর্যবেক্ষণ করছে।
-
English Meaning: A state where someone pretends to be asleep while still being aware of their surroundings
-
Bangla Meaning: ঘুমের ভান করা
-
বাকি অপশনগুলো:
-
Deep slumber – গভীর ঘুম
-
Sleeping disorder – ঘুমের সমস্যা
-
Early riser – ভোরে ওঠার অভ্যাস
-

0
Updated: 1 month ago
Which word is closest in meaning to "Guileless"?
Created: 1 month ago
A
Shrewd
B
Calculating
C
Astute
D
Ingenuous
• The closest in meaning to 'Guileless' is - Ingenuous.
• Guileless (adjective)
English Meaning: free from cunning or deceit; innocent and straightforward.
Bangla Meaning: নির্দোষ; মিথ্যা ছাড়া; সরল।
অপশন আলোচনা:
Shrewd - কূটচালাক; বিচক্ষণ।
Calculating - সুবিধাবাদী; কৌশলী।
Astute - তীক্ষ্ণ বুদ্ধির; বিচক্ষণ।
Ingenuous - সরল; নির্দোষ; সৎ।

0
Updated: 1 month ago
BROCHURE means
Created: 3 months ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago