No sooner had I opened the book than the lights ____ out.
A
went
B
go
C
had went
D
have gone
উত্তরের বিবরণ
• Complete sentence: No sooner had I opened the book than the lights went out.
-
No sooner…than হলো Correlative conjunction।
-
No sooner…than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
-
Structure: No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form)
-
-
Hardly had, Scarcely had, No sooner had সবগুলোই "করতে না করতেই / হতে না হতেই" এর অর্থে ব্যবহৃত হয়।
-
নিয়মাবলী অনুযায়ী:
-
No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয় (then নয়)।
-
Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
-
Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয় (than নয়)।
-
More Examples:
-
No sooner had I opened the book than the lights went out.
-
No sooner had the teacher begun the lesson than the fire alarm rang.

0
Updated: 1 month ago
Fill in the blank: I had ______ giving hints but also by providing her with links.
Created: 2 weeks ago
A
not only helped her by
B
not only helped her
C
helped her not only by
D
helped not only to her by
সঠিক উত্তর হবে গ) helped her not only by.
সম্পূর্ণ বাক্যটি হবে: "I helped her not only by giving hints but also by providing her with links."
"Not only … but also …" ব্যবহারের নিয়ম:
সমান্তরাল গঠন (Parallel Structure): এই ধরনের গঠন ব্যবহারের সময় সমান্তরাল গঠন (parallel structure) বজায় রাখা অত্যন্ত জরুরি। এর অর্থ হলো "not only" এবং "but also" এর পরে একই ধরনের ব্যাকরণগত উপাদান (grammatical element) থাকতে হবে।
"Not only... but also" হলো একটি সহগামী সংযোজক (correlative conjunction) যা দুটি সমান গুরুত্বপূর্ণ কাজ বা বিষয়কে যুক্ত করে।
এই বাক্যে:
"not only" এবং "but also" এর পরে Prepositional Phrase ব্যবহার করা হয়েছে, যা সমান্তরাল গঠন নিশ্চিত করে:
not only by giving hints
but also by providing her with links
ভুল বিকল্পগুলির ব্যাখ্যা:
ক) not only helped her by * এই ক্ষেত্রে, "helped her" সঠিক স্থানে নেই। "not only" এর পরে সাধারণত ক্রিয়াপদ বা একটি সমজাতীয় উপাদান থাকা উচিত যা "but also" এর পরের উপাদানের সাথে মিলবে। এখানে এটি বাক্যের গঠনকে সঠিক সমান্তরালতা দেয় না।
খ) not only helped her * এই বিকল্পটি "by ..." ছাড়া অসম্পূর্ণ। "not only" এর পরে ক্রিয়াপদ ("helped") আসলেও, এটি "but also" এর সাথে একটি সম্পূর্ণ এবং সমান্তরাল গঠন তৈরি করতে পারে না।
ঘ) helped not only to her by * "to her" এর ব্যবহার এখানে অপ্রয়োজনীয়। ইংরেজিতে সাধারণত "help someone" ব্যবহার করা হয়, "help to someone" নয়। তাই এই অংশটি ভুল।

0
Updated: 2 weeks ago
They deceived us _____ thinking they would come back later with our money.
Created: 2 weeks ago
A
into
B
on
C
to
D
of
deceive শব্দের অর্থ হলো যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো, অর্থাৎ কাউকে প্রতারিত করা, ধোঁকা দেওয়া, ঠকানো বা বিভ্রান্ত করা।
-
Appropriate preposition ব্যবহারের ক্ষেত্রে deceive এর সাথে in/into বসে, যখন প্রতারণা বা ধোঁকা দেওয়ার অর্থ প্রকাশ করে।
-
প্রদত্ত বাক্যে into ব্যবহার করলে অর্থ স্পষ্ট ও পরিপূর্ণ হয়, কারণ in অপশনে নেই।
-
তাই এই বাক্যে preposition হিসেবে into সঠিক।
-
Complete Sentence: They deceived us into thinking they would come back later with our money.

0
Updated: 2 weeks ago
He took some extra money with him _______________.
Created: 3 weeks ago
A
though he needed to buy something on the way
B
in case he needed to buy something on the way
C
in case he needs to buy something on the way
D
in spite he needed to buy something on the way
Complete sentence: He took some extra money with him in case he needed to buy something on the way।
In case – কোনো ঘটনার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
নিয়ম:
-
অতীতে কোনো কাজ কেন করা হয়েছে বোঝাতে in case এর পরে অংশকে past form এ ব্যবহার করা হয়।
-
কোনো কাজ ইতিমধ্যেই সংঘটিত হয়েছে বোঝাতে উভয় clause-এ একই tense ব্যবহার করা হয়।
Structure উদাহরণ:
-
Future Indefinite / Present Indefinite + in case + Present Indefinite
-
উদাহরণ: I shall marry you in case you love me।
-
-
Past Indefinite + in case + Past Indefinite
-
উদাহরণ: He carried an umbrella in case it rained।
-
প্রদত্ত বাক্যে:
-
He took (Past Indefinite) + in case he needed (Past Indefinite) → tense সম্পূর্ণ মিলছে।

0
Updated: 3 weeks ago