The plane flew ____ the bridge.
A
above
B
on
C
in
D
to
উত্তরের বিবরণ
• Complete Sentence: The plane flew above the bridge.
-
প্লেনটি সেতুর উপর দিয়ে উড়ে গেল।
-
"above" হলো একটি preposition যা বোঝায় — কোনো কিছুর উপরে, কিন্তু স্পর্শ না করে, অর্থাৎ উঁচুতে অবস্থান।
উদাহরণ:
-
The helicopter hovered above the ground.
-
The picture hangs above the sofa.
Other options:
-
খ) on – কোনো কিছুর উপর স্পর্শ করে (e.g., The book is on the table.)
-
গ) in – কোনো কিছুর ভেতরে (e.g., The bird is in the cage.)
-
ঘ) to – দিকে যাওয়ার জন্য ব্যবহৃত (e.g., She went to school.)
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued ___________ till the early years of the 20th century.
Created: 1 week ago
A
improving
B
transforming
C
unchanged
D
advancing
বাক্য বিশ্লেষণ অনুযায়ী, এখানে “although” শব্দটি বিপরীত বা contrast প্রকাশ করে, অর্থাৎ Industrial Revolution–এর ফলে যন্ত্র ও প্রযুক্তিতে পরিবর্তন আসলেও printing এবং book binding–এর ক্ষেত্রে তা ঘটেনি। প্রদত্ত অপশনগুলো বিশ্লেষণ করলে:
-
ক) intermittently – থেকে থেকে; থেমে থেমে
-
খ) improving – উন্নতিসাধক; উন্নতিশীল
-
গ) transforming – রূপান্তর করা
-
ঘ) unchanged – অপরিবর্তিত
-
ঙ) advancing – আগুয়ান; উন্নতি সাধন
বাক্যের প্রসঙ্গে দেখা যায়, printing এবং book binding–এর পদ্ধতি অপরিবর্তিত থেকেছে। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) unchanged।

0
Updated: 1 week ago
The teacher made the students _____ the entire research proposal again.
Created: 3 weeks ago
A
to rewrite
B
rewriting
C
rewrite
D
rewritten
প্রদত্ত বাক্যটি ও Causative Verb সম্পর্কিত বিশ্লেষণ নিম্নরূপ:
শিক্ষক শিক্ষার্থীদের পুরো গবেষণা প্রস্তাবটি পুনরায় লিখতে বাধ্য করলেন, যেখানে made হলো causative verb।
-
Complete Sentence: The teacher made the students rewrite the entire research proposal again.
-
Bangla Meaning: শিক্ষক শিক্ষার্থীদের পুরো গবেষণা প্রস্তাবটি পুনরায় লিখতে বাধ্য করলেন।
-
Causative Verb:
-
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন ব্যবহার করা হয়।
-
বহুল প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make।
-
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb হিসেবে ব্যবহার করা যায়।
-
-
Make ব্যবহারের নিয়ম:
-
Make এর পরে কোনো ব্যক্তিবাচক object (action doer) থাকলে এর পরে verb-এর base form বসে।
-
কাউকে কোনো কাজ করতে বাধ্য করার অর্থে ব্যবহার করা হয়।
-
-
Structure:
-
Subject + make (any tense) + action doer + verb (base form) + rest of the sentence.
-
প্রদত্ত বাক্যে made এর পরে ব্যক্তিবাচক object students আছে, তাই verb-এর base form rewrite ব্যবহার হয়েছে।
-

0
Updated: 3 weeks ago
It is strange that he ___ refuse such a generous offer.
Created: 1 week ago
A
could
B
may
C
should
D
might
That যুক্ত Clause সাধারণত ব্যবহার করা হয় যখন sentence-এ that যুক্ত clause থাকে এবং তার আগে কোনো adjective থাকে। এই adjective গুলো হলো যেমন: Anxious, Sorry, Happy, Concerned, Delighted, Absurd, Amazing, Annoying, Ludicrous, Odd, Ridiculous, Strange, Surprising ইত্যাদি।
Structure:
Subject + Adjective + that + Subject + should + Verb
উদাহরণ:
-
It is strange that he should refuse such a generous offer.

0
Updated: 1 week ago