যৌগিক বাক্যের অন্যতম গুণ কী? 

A

একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন 

B

একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন 

C

দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন 

D

দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

উত্তরের বিবরণ

img

যৌগিক বাক্য কী?

যখন দুটি বা তার বেশি সরল অথবা মিশ্র বাক্য একসঙ্গে মিলিত হয়ে একটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। সাধারণভাবে বলতে গেলে, যখন একাধিক স্বাধীন খণ্ডবাক্য যোজক শব্দ বা যতিচিহ্নের মাধ্যমে যুক্ত হয়, তখন সেগুলো মিলে একটি যৌগিক বাক্য তৈরি করে।

যৌগিক বাক্যের বৈশিষ্ট্য:

  • এতে দুটি বা ততোধিক খণ্ডবাক্য থাকে।

  • প্রতিটি খণ্ডবাক্য স্বাধীন, অর্থাৎ একটির ওপর অন্যটির নির্ভরতা থাকে না।

  • খণ্ডবাক্যগুলো যোজক শব্দ (যেমন: এবং, ও, আর, অথবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি) অথবা কিছু যতিচিহ্ন (যেমন: কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (−)) দ্বারা যুক্ত থাকে।

  • কখনো কখনো যোজক উহ্যও থাকতে পারে।

যোজক শব্দের উদাহরণ:

  • এবং, ও, আর, অথবা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি।

যৌগিক বাক্যের কিছু উদাহরণ:

  1. হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।

  2. সে ভালো ফল করেছে, তাই আমরা আনন্দিত হয়েছি।

  3. সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।

  4. অন্ধকার হয়ে এসেছে, অথচ সে এখনো বাসায় ফেরেনি।

  5. তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি; এতে দোষের কিছু নেই।


সূত্র:

  • ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

  • বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

Unfavorite

0

Updated: 5 months ago

Related MCQ

"লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।" — এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?

Created: 2 months ago

A

যদিও লোকটি অশিক্ষিত, অথচ অভদ্র নয়।

B


লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

C


লোকটি অশিক্ষিত বলেই অভদ্র নয়।

D


লোকটি অভদ্র, কিন্তু অশিক্ষিত নয়।

Unfavorite

0

Updated: 2 months ago

আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।’ বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করলে কী?

Created: 1 month ago

A

শিক্ষা লাভ আমার বহু কষ্ট হয়েছিলো।

B

আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।

C

আমি শিক্ষা লাভ করায় বহু কষ্ট হয়েছিলো।

D

বহু কষ্টে আমি শিক্ষা লাভ করেছিলাম।

Unfavorite

0

Updated: 1 month ago

"মহারাজের জয় হোক।" - কোন ধরনের বাক্য?

Created: 1 month ago

A

বিবৃতিমূলক

B

অনুজ্ঞাসূচক

C

প্রার্থনাসূচক

D

আবেগবাচক

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD