No other boy in the class is as good as Reza. (make it comparative)
A
Reza is better than any other boy in the class.
B
Reza is better than most other boy in the class.
C
Reza is best than any other boy in the class.
D
Some boy in the class is better than Reza.
উত্তরের বিবরণ
Rule to Convert “No other … as …” (Positive Degree) into Comparative Degree:
-
Identify the subject in the positive degree sentence (usually after “No other”).
-
Keep the main verb unchanged.
-
Change the positive adjective to its comparative form.
-
Use “than any other” after the comparative adjective.
-
Rearrange so that the original subject comes first in the comparative sentence.
Example:
-
Positive Degree: No other boy in the class is as good as Reza.
-
Comparative Degree: Reza is better than any other boy in the class.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
Nineteen Eighty-four is written by -
Created: 1 month ago
A
Aldous Huxley
B
George Orwell
C
Ray Bradbury
D
J.R.R. Tolkien
Nineteen Eighty-Four হলো George Orwell রচিত একটি বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। কাহিনীর পটভূমি গড়ে উঠেছে Oceania নামক এক কর্তৃত্ববাদী রাষ্ট্রে, যেখানে স্বাধীন চিন্তা ও বাক স্বাধীনতার কোনো স্থান ছিল না।
-
রাষ্ট্রীয় সরকার জনগণকে ব্রেইনওয়াশ করে এবং সমালোচনা বা ভিন্নমত সম্পূর্ণভাবে দমন করত।
-
সরকারের মূল স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” এবং “Ignorance is strength।”
-
কেন্দ্রীয় চরিত্র Winston Smith সরকারী দায়িত্বে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস রচনায় নিযুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে সে সত্য উদঘাটনে আগ্রহী হয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে।
-
Winston, Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে এবং তারা একসাথে গোপনে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত হয়। তবে সরকারের কড়া নজরদারির কারণে তারা ধরা পড়ে।
-
শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে গ্রেফতার হয়ে তারা সংশোধনাগারে পাঠানো হয়।
Important Terms from the Novel:
-
Newspeak
-
Big Brother
-
Thought Police
George Orwell (1903–1950):
-
প্রকৃত নাম: Eric Arthur Blair।
-
জন্ম: ব্রিটিশ ভারতে।
-
তাঁর উল্লেখযোগ্য দুই উপন্যাস হলো Animal Farm এবং Nineteen Eighty-Four।
Famous Works:
Novels:
-
Animal Farm (1945 – a fairy story)
-
Nineteen Eighty-Four
-
Burmese Days
-
Coming Up for Air
Stories/Essays:
-
Shooting an Elephant
-
A Hanging
Source:

0
Updated: 1 month ago
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is-
Created: 1 month ago
A
Intransitive
B
Transitive
C
Causative
D
Defective
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is - intransitive.
• Arrive (Intransitive Verb)
- যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।
• উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে আমরা ক্লাসরুমে পৌঁছেছিলাম। এটি আমরা কোথায় পৌঁছেছিলাম সেটা প্রকাশ করছে অর্থাৎ at the classroom আমাদেরকে where-এর উত্তর দিচ্ছে। - কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
- তাই, সঠিক উত্তর হল Intransitive Verb.
• Intransitive verb:
- An intransitive verb is a verb that does not require a direct object to complete its meaning.
- অর্থাৎ, কাজ সম্পাদনের জন্য যদি Subject ছাড়া অন্য কিছুর প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb এর সাধারণ Structure হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically.
Source: Oxford learner's Dictionary.

0
Updated: 1 month ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 2 months ago